জোর কদমে চলছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিং। উত্তরবঙ্গের টি গার্ডেনেই জমেছে একঝাঁক তারকার আসর। ডুয়ার্সের সামসিং টি গার্ডেনে শ্যুটিং করছেন পরিচালক রাজর্ষি দে। উত্তরবঙ্গে এখনও শীত না ঠুকলেও, ধীরে ধীরে ঠান্ডার রেশ আসছে বইকি। তবে এই নামমাত্র ঠান্ডা নিমেষে উড়িয়ে দিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। ক্রপ টপ, মিডি বুটস, জ্যাকেটে ধরা দিলেন দেবলীনা। এভাবেই পারদ চড়ালেন অভিনেত্রী।
দেবলীনার এই অবতারে ক্রমশ ঘাম ঝড়ছে ভক্তদের। উত্তরবঙ্গে শীতল পরিবেশেও কেউ যে এমন পারদ চড়াতে পারেন তা প্রমাণ করলেন দেবলীনা কুমার। সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা'কে বিশেষ সম্মান জানাতেই এই ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক। দেবলীনা সহ ছবিতে দেখা যাবে একঝাঁক টলিপাড়ার তারকাদের।
আরও পড়ুনঃফের আইপিএলের ট্রফি মুম্বই ইন্ডিয়ানসের ঘরে, আনন্দের মাঝেও KKR-র জন্য আশায় রয়েছেন নীল
/p>
শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে দেখা যাবে অভিনয়ে। দার্জিলিংয়ের পাশাপাশি চালসা, সামসিং, মূর্তি, লাটাগুড়িতেও চলছে ছবির শ্যুটিং। কৌশিক সেন, রনিতা দাস, প্রিয়াঙ্কা রতি পাল, অসীম রায় চৌধুরি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।