শরীরে খবরের কাগজ জড়িয়ে দেবলীনা, ফ্যাশনকে নয়া ব্যাখা দিলেন অভিনেত্রী

Published : Jun 21, 2020, 11:08 PM IST
শরীরে খবরের কাগজ জড়িয়ে দেবলীনা, ফ্যাশনকে নয়া ব্যাখা দিলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

খবরের কাগজে শরীরে জড়িয়ে ফ্যাশনের নয়া ব্যাখা দিলেন দেবলীনা ফ্যাশনিস্তা নাকি অভিনেত্রী কী বলবেন নেটিজেনরা মিস কুমারের রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া ঝড়ের গতিতে লাইকসে ভরে গেল নায়িকার পোস্ট

ওয়ার্ক ফ্রম হোম, নেটফ্লিক্স, অ্যামাজন, এভাবেই দিন কাটছিল সাধারণ মানুষের। সিরিজ, মুভি, গান শোনা, বাই পড়া কিছুতেই যেন আর সময় কাটছে না। লকডাউনের বিনোদনের সুরাহা ছিল দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম। এখনও তাই আছে। লকডাউনের সময় এবং লকডাউনের পরও দেবলীনার নানা পোস্টে মনোরঞ্জন খুঁজে পেয়েছে নেটিজেনরা। যেমন এরই মধ্যে খবরের কাগজ দিয়ে ফ্যাশনের নয়া ব্যাখা দিলেন দেবলীনা। যা দেখে চোখ কপালে ভক্তদের। তিনি ফিটনেস নিয়ে প্রচন্ড ওয়াকিবহল। লকডাউনে জিমে যেতে না পারলেও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই।

আরও পড়ুনঃপিতৃদিবসে অভিষেকের 'ব্রিদ'-এর টিজার, রইল বিশেষ বার্তা

ওয়ার্ক আউটেরই ফল হল টোনড ব্যাক। কখনও ওয়েস্টার্ন ব্যাকলেস পোশাকে। তো কখনও শাড়ির ব্লাউজের খোলা পিঠে নজর কেড়েছেন দেবলীনা। নেটিজেনের অবশ্য তাঁকে বেশি পছন্দ শাড়িতেই। কারণ তাঁদের মতে শাড়ির ওই ব্যাকলেস ব্লাউজেই বেশি মানায় দেবলীনাকে। স্বাভাবিকভাবেই দেবলীনারও পছন্দ নিজের শাড়ি অবতার। তাই বারে বারে শাড়িতেই পোজ দিতে দেখা যায় তাঁকে। কখনও কাঞ্জিভরমে তো কখনও ঢাকাই আবার কখনও হ্যান্ডলুমে নিজেকে সাজিয়ে তোলেন দেবলীনা। 

আরও পড়ুনঃসুশান্তের মৃত্যুর পর বিপাকে 'বাহুবলি' পরিচালক, আলিয়াকে ছবি থেকে কি বের করে দেবেন রাজামৌলি

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Are you Staring? #weekendfeels #weekendishere

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

 

দেবলীনার কেবল ব্যাকলেস অবতারই যে ইন্টারনেটে হিট তা নয়। তাঁর পোস্ট থেকে আরও একটি বিষয় বেশ শিক্ষনীয়। চেহারা ভারি হোক বা রোগা। শরীরে স্ট্রেচ মার্কসের দাগ থাকুক বা না থাকুক নিজেকে সবসময় সুন্দর ভাবাটা অত্যন্ত জরুরি। তাই নিজের শরীরের স্ট্রেচ মার্কস বেশ গর্বের সঙ্গে ফ্লন্ট করেন দেবলীনা। কারণ নিঁখুত সৌন্দর্যকে প্রাকৃতিক সৌন্দর্য বলা চলে না। বিশেষত ২০২০ তে দাঁড়িয়ে এমন মনোভাব রাখা এবং সকলের কাছে এই মানসিকতা পৌঁছে দেওয়া প্রয়োজন।

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা