দেবলীনার ফিটনেস মন্ত্র, সকাল সকাল কীভাবে করবেন শরীরচর্চা, দেখুন ভিডিও

Published : Aug 05, 2020, 09:44 PM IST
দেবলীনার ফিটনেস মন্ত্র, সকাল সকাল কীভাবে করবেন শরীরচর্চা, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

দেবলীনা কুমারের ফিটনেস মন্ত্র বহুচর্চিত সকাল সকাল কীভাবে শুরু করবেন শরীরচর্চা ওয়েটস তুলে করলেন ভিডিও ফিটনেসের টিপস নেওয়া শুরু ভক্তদের

সোশ্যাল মিডিয়ায় দেবলীনা কুমারের পোস্ট মানেই ভিন্ন ধরণের প্রতিভার ছোঁয়া। কখনও ফিটনেস ভিডিও তো কখনও নাচের। সঙ্গে থাকে ফ্যাশনের টিপসও। তাঁর পোস্ট মানেই নিমেষে ভাইরাল নেটদুনিয়ায়। সম্প্রতি পোস্ট করেছিলেন শরীরচর্চার ভিডিও। ওয়েটস তুলে দেখালেন কীভাবে করতে হয় সঠিক ওয়ার্ক আউট। ভিডিও থেকে টিপস নিচ্ছেন তাঁর ভক্তরা। সম্প্রতি সিঁড়িতে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি পোস্ট করেন দেবলীনা। পরণে জিমের পোশাক। সেই পোশাকে তাঁকে দেখেই ভক্তদের মনে পড়ে ক্যাটরিনা কাইফের কথা। কামলি গানটিতে খানিক এমনই পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এখন ভক্তরা অনুরোধ করে চলেছে তাঁকে কামলি গানে নেচে দেখাতে। 

আরও পড়ুনঃসাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে দিশেহারা কাজল, অজয়ের সাহায্যে নতুন করে বাঁচতে শিখলেন নায়িকা

এছাড়া ইনস্টাগ্রামের সাদা-কালো চ্যালেঞ্জে গা ভাসিয়ে ছবি পোস্ট করেছিলেন দেবলীনা কুমার। কালো রঙের স্বল্পবসনায় নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। যা দেখে চোখ কপালে উঠছে সাইবারবাসীর। সম্প্রতি খেতের মাঝে ফর্মাল পোশাকে ফোটোশ্যুট করতে দেখা যায় দেবলীনাকে। তাঁর ফিটনেসও ছবিতে প্রকাশ পেয়েছে। দেবলীনা ফিটনেসের বিষয় কতখানি তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। লকডাউন, করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল সঠিক ভাবে ওয়ার্ক আউট করা। অবশেষে নিজের পুরনো ছন্দে ফিরেছেন দেবলীনা। 

আরও পড়ুনঃটলিউডের 'ডটিং ড্যাড', বাবা ও মেয়ের জুটিতে সেরার সেরা রঞ্জিত থেকে জিৎ

আরও পড়ুনঃহাসপাতালে চার দেওয়ালে বন্দি অভিষেক, কোভিড ওয়ার্ড থেকে পোস্ট করলেন ছবি

চোট পাওয়া পা নিয়েই শুরু করে দিয়েছেন ওয়ার্ক আউট করা। প্রসঙ্গত, তাঁর ফিটনেসের পোস্টগুলিও দ্রুতগতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। লকডাউন চলাকালীন জিমে যেতে না পারেননি, তবুও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই। ওয়ার্ক আউটেরই ফল হল টোনড ব্যাক। কখনও ওয়েস্টার্ন ব্যাকলেস পোশাকে। তো কখনও শাড়ির ব্লাউজের খোলা পিঠে নজর কেড়েছেন দেবলীনা। নেটিজেনের অবশ্য তাঁকে বেশি পছন্দ শাড়িতেই। কারণ তাঁদের মতে শাড়ির ওই ব্যাকলেস ব্লাউজেই বেশি মানায় দেবলীনাকে। স্বাভাবিকভাবেই দেবলীনারও পছন্দ নিজের শাড়ি অবতার। তাই বারে বারে শাড়িতেই পোজ দিতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুনঃশ্যামবর্ণ থেকে রাতারাতি ফর্সা, গায়ের রঙ হঠাৎই বদল, ফর্সা হতে স্কিন লাইটনিংয়ের সাহায্য নেন কাজলের

 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা