'রাণী রাসমণি'র ভিন্ন রূপ, ছবিতে মুগ্ধ সাইবারবাসী

  • শ্যুটিং শুরু হতেই ফের পুরনো ছন্দে বাংলা বিনোদন জগৎ
  • নিয়ম মেনেই চলছে সমস্ত কাজ
  • শ্যুটিংয়ের ফাঁকে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া রায়
  • সাধারণ শাড়ি পরা লুকে অভিনেত্রীর রূপ যেন ঠিকরে পড়ছে 

অবশেষে আশার আলো বাংলা টেলি দুনিয়ায়। কেবল করোনা এবং লকডাউনের ঝঞ্ঝাই নয়, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে সমস্যার ক্রমশ বাড়তে থাকায় ডেট দিয়েও ক্যানসেল করে দিতে হয়েছিল শ্যুটিং। দিনের পর দিন ফ্রিল্যান্সার অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ানরা বাড়িতে বসে। তাঁদের রুজি-রোজগার বন্ধ মাস দুয়েক ধরে। শ্যুটিং শুরু হওয়ার খবর শুনেই খানিক স্বস্থির নিঃশ্বাস ফেলেছিল তাঁরা। তবে মাঝে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে সমস্যা সৃষ্টি হওয়ার ফের কালো মেঘের ঘনঘটা তাঁদের জীবনে। 

আরও পড়ুনঃ'এখানে আকাশ নীল'-এ কি আর রইল না হিয়া, উজানের সঙ্গে কেন রয়েছে নতুন এই নায়িকা

Latest Videos

যদি সে সমস্যা ছিল ক্ষণস্থায়ী। আর্টিস্ট ফোরাম সমস্যা না বাড়িয়ে শ্যুটিং শুরু করা হয়েছে। রাণী রাসমণির এবং ত্রিনয়নী ধারাবাহিকের পাশাপাশি অন্যান্য ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে জোর কদমে। শ্যুটিং ফ্লোরে মাস্ক পরে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায়কে। রাণী রাসমণির টিআরপি ধরে রাখতে তিনি আজও সক্ষম। শ্যুটিংয়ে ফিরে আবেগে ভরে উঠেছেন দিতিপ্রিয়া।

আর পড়ুনঃ'কাদম্বিনী' রূপে ঊষসী রায়, টিজারে ছক্কা হাঁকালেন 'বকুল'
 

 

 

তিনি বললেন, "খুব এক্সাইটেড আমরা। সবাই ফের কাজে ফিরেছে। স্যানিটাইজার দিয়ে, সমস্ত সতর্কতা মেনেই শুরু হয়েছে কাজ।" শ্যুটিংয়ের ফাঁকে নিজের মুহূর্তগুলিও তুলে ধরতে জানেন দিতিপ্রিয়া। ইনস্টাগ্রামে শাড়ি পরে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কালো শাড়ির গোলাপী পাড়, সঙ্গে সাদা রঙের ব্লাউজ, ছোট্ট টিপ, কাজল ভরা চোখ, এক জোড়া দুল। এই সাজেই রূপ যেন ঠিকরে পড়ছে দিতিপ্রিয়ার। ভক্তদের চোখ ফেরানো মুশকিল হয়ে গিয়েছে তাঁর থেকে। ধারাবাহিকের তাঁকে যেমনই রূপে দেখা যাক না কেন, ব্যক্তিগত জীবনে তাঁর ভিন্ন ধরা পড়ে প্রতিবার। 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News