'রানী রাসমণী'র শ্যুটিং সামলেও উচ্চমাধ্যমিকে দিতিপ্রিয়ার দারুণ ফল, শুভেচ্ছায় ভরছে নেটদুনিয়া

Published : Jul 17, 2020, 11:35 PM ISTUpdated : Jul 17, 2020, 11:41 PM IST
'রানী রাসমণী'র শ্যুটিং সামলেও উচ্চমাধ্যমিকে দিতিপ্রিয়ার দারুণ ফল, শুভেচ্ছায় ভরছে নেটদুনিয়া

সংক্ষিপ্ত

দিতিপ্রিয়া রায়ের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ্যে ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেন 'রাসমণি' তিনটি বিষয় পেয়েছেন লেটার মার্কস ভবিষ্যতে কী নিয়ে পরতে চান, বাছলেন দু'টি বিষয়

একদিকে শ্যুটিংয়ের ব্যস্ততা অন্যদিকে উচ্চমাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি। দু'টি মিলিয়ে সামাল দিয়ে আশি শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করলেন দিতিপ্রিয়া রায়। 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবহিকে প্রধান চরিত্রে অভিনয় করে বহুদিন ধরেই পড়াশোনাও মন দিয়ে চলেছেন দিতিপ্রিয়া। শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গের ফলাফল রীতিমত প্রশংসনীয়। দিতিপ্রিয়া পেয়েছেন ৮২.৪ শতাংশ। 

আরও পড়ুনঃচার হাজার থেকে একুশ হাজার, বিপুল অর্থের বিদ্যুৎ বিলের ঠেলায় নাজেহাল টলিউড

ইংরেজি, এডুকেশন এবং সংগীতের পেয়েছেন লেটার মার্কস। ভবিষ্যতে ইংরেজি অথবা সোশিওলজি নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে। তবে এখনও নিশ্চিত করেননি কিছুই। এডুকেশনে ৯৩ পেয়েছেন দিতিপ্রিয়া। এই বিষয় সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। অন্যদিকে নম্বর কমে গিয়েছে ইতিহাসে। ইতিহাসে অভিনেত্রীর প্রাপ্ত নম্বর ৭০।

আরও পড়ুনঃশ্বাসকষ্টের জেরে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হল ঐশ্বর্য-আরাধ্যাকে, অমিতাভ-অভিষেক এখনও চিকিৎসাধীন

 

করোনা প্রকোপের মধ্যেই চলেছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। বালিগঞ্জ শিক্ষা সদনে সিট পড়েছিল পাঠ ভবনের ছাত্রী দিতিপ্রিয়ার। শ্যুটিং সামলে পরীক্ষায় এমন রেজাল্ট তিনি বেশ খুশি। তাঁর পরিবারের সদস্যরাও আনন্দিত মেয়ের এই পরীক্ষার ফলাফলে। অন্যদিকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে চলেছে তাঁর সহ অভিনেতা অভিনেত্রী এবং অনুরাগীরা।  

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে