রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বাড়িতে ঘরোয়া পার্টি। উপস্থিত পরিচিত মহলের অনেকেই। সিনেজগতের রথী মহারথী থেকে শুরু করে প্রোডাকশন হাউসের অনেকেই। তবে তালিকা থেকে বাদ পড়েনি ছোট্ট ইউভানও। তাকে নিয়েই ছবি তুলল শুভশ্রী। সকলের সঙ্গে পোজ দিয়ে ভাইরাল ইউভান। বর্ষবরণের পার্টিতে মত্ত সকলে। বিদায় ২০২০।
নতুন বছর একরাশ আন্নদ ও সুখ নিয়ে আসুক। নিয়ে আসুক এক নির্মল পৃথিবী। কাটুক মৃত্যু ভয়, কাটুন দুর্যোগের রাত, ভয়ানক বছর কাটিয়ে উঠতে পেরে সকলেই যেন ক্যালেন্ডারের পাতা উল্টে খানিক শ্বাস নিচ্ছে। আর তাই সেজে উঠল গোটা বিশ্ব। সতর্কতা মেনেই চলল রাতভর পার্টি। সেই আমেজেই গা ভাসালেন শুভশ্রী ও রাজ।
সঙ্গে দোসর সৃজিত ও মিথিলা। কন্যা সন্তানকে নিয়েই হাজির তাঁরা পার্টিতে। সৃজিত ও মিথিলার সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন এই জুটি। ছিলো গালা ডিনারের ব্যবস্থা। রাজ ও শুভশ্রীর প্রতিটা ফ্রেই স্থানপেল সোশ্যাল মিডিয়ার পাতা। আর তা পোস্ট হতেই মুহূর্তে নজর কাড়ল সকলের। ভাইরাল হয়ে উঠল পোস্ট।