নিখিল ও নুসরতের মাঝে অভিনেত্রীর 'নতুন প্রেম', 'বিশেষ' ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

Published : Dec 27, 2020, 08:37 PM IST
নিখিল ও নুসরতের মাঝে অভিনেত্রীর 'নতুন প্রেম', 'বিশেষ' ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

প্রেমে পড়েছেন নুসরত জাহান ভালবাসার সেই অনুভূতি এবার প্রকাশ্যে আনলেন নুসরত পোস্ট করেছেন ভিডিও নিখিলকে ছেড়ে কার প্রেমে পড়লেন অভিনেত্রী, প্রশ্ন ভক্তদের

নিখিল জৈনের সঙ্গে সুখি সংসার অভিনেত্রী নুসরত জাহানের। তাঁদের প্রেমের চর্চা প্রায় সর্বক্ষণই হতে থাকে চারাদিকে। নুসরত ও নিখিলের নানা ছবি ও ভিডিওকে জেন ওয়াই কাপল গোলস হিসেবেও তকমা দিয়ে ফেলেছে। হঠাৎ সেই প্রেমের মাঝে কে এসে পড়ল। সুখি সংসারে কার আগমণ হল। নতুন করে প্রেমে পড়েছেন নুসরত জাহান। তবে কার প্রেমে পড়লেন সাংসদ-অভিনেত্রী। নিজেই পোস্ট করে প্রকাশ্যে আনলেন সেই তথ্য।

প্রেমে পড়েছেন নুসরত জাহান। ভালবাসার সেই অনুভূতি এবার প্রকাশ্যে আনলেন নুসরত। পোস্ট করেছেন ভিডিও। নিখিলকে ছেড়ে কার প্রেমে পড়লেন অভিনেত্রী, প্রশ্ন ভক্তদের।প্রেমে পড়েছেন নুসরত জাহান। ভালবাসার সেই অনুভূতি এবার প্রকাশ্যে আনলেন নুসরত। পোস্ট করেছেন ভিডিও। নিখিলকে ছেড়ে কার প্রেমে পড়লেন অভিনেত্রী, প্রশ্ন ভক্তদের।

আরও পড়ুনঃমৌসুনিতে ডুব দেওয়ার প্রস্তুতি মিমির, পরিস্থিতি বুঝেই ফিরে এলেন সাংসদ-অভিনেত্রী

 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার