মৌসুনিতে ডুব দেওয়ার প্রস্তুতি মিমির, পরিস্থিতি বুঝেই ফিরে এলেন সাংসদ-অভিনেত্রী

Published : Dec 27, 2020, 07:07 PM IST
মৌসুনিতে ডুব দেওয়ার প্রস্তুতি মিমির, পরিস্থিতি বুঝেই ফিরে এলেন সাংসদ-অভিনেত্রী

সংক্ষিপ্ত

'তোমার খোলা হাওয়া' নিয়ে নানা অভিজ্ঞতা এখন মিমির সোশ্যাল মিডিয়া পেজে প্রতিটি ঝলকই প্রকাশ্যে এনেছেন তিনি গানও হয়ে গিয়েছে সুপারহিট এবার বিহাইন্ড দ্য সিনসের বিশেষ ভিডিও শেয়ার মিমির

বড়দিনে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও 'তোমার খোলা হাওয়া'। মৌসুনি দ্বীপে গিয়ে শ্যুটিংয়ের নানা ছবি, ভিডিও পোস্ট করে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। বড়দিন মুক্তি পেয়েছে সেই গান। অভিনয়ের দাপট, রাজনীতির ময়দানে নিজেকে প্রমাণ করা ছাড়া তাঁর গানের প্রতিভা নিয়েও হয় নানা প্রশংসা হয়। বহুদিন পর তাঁর মিউজিক ভিডিও পেয়ে উন্মাদনা তুঙ্গে ভক্তদের। 

একদিকে ক্রিসমাস অন্যদিকে মিমির গান, সব মিলিয়ে বছরের ভালই কাটল মিমির অনুরাগীদের। সম্প্রতি মিমি, বড়দিন এভং নিজের মিউজিক ভিডিও নিয়ে একটি লাইভ সেশন আয়োজন করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ইনস্টাগ্রামে হওয়া এই লাইভে মিমি 'তোমার খোলা হাওয়া' নিয়ে সকলের প্রতিক্রিয়া নিয়েছেন কমেন্টের মাধ্যমে। সেই গানের শ্যুটিং নিয়ে, গান নিয়ে নান অভিজ্ঞতাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিমি। সেই অভিজ্ঞতার এবার এক ঝলক পোস্ট করলেন অভিনেত্রী। 

আরও পড়ুনঃMicromini পোশাকে উষ্ণতার পারদ চড়ালেন ঋতুপর্ণা, লো নেক ড্রেসেই লুকিয়ে সৌন্দর্যের সাতকাহন

 

মৌসুনি গিয়ে জলে একটু পা ভেজাবেন না তা কি হয়। সমুদ্র দেখলেই যে মন আনন্দে ভরে যায়, তা মিমির পোস্ট করা ভিডিও দেখেই পরিষ্কার হয়ে গিয়েছে। নীল রঙের শাড়ি পরে, সানগ্লাস চোখে লাগিয়ে তিনি একেবারে ডুব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন মানসিকভাবে। তবে শ্যুট তো অবশ্যই আগেই। পা ভিজিয়ে দাঁড়িয়ে ছিলেন সেখানে কিছুক্ষণ। তারপরই ভেজা শাড়ি নিয়ে উঠে এলেন। এক গাল হাসির পিছনে খানিক মন খারাপও লুকিয়ে ছিল। পরিস্থিতি সঠিক থাকলে তিনি সমুদ্রে স্নানও সেরে ফেলতেন হয়তো। মিমির এই ভিডিওতে তাঁকে ক্যানডিড মুহূর্তে পেয়ে বেজায় খুশি ভক্তরা।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার