'নুসরত-নিখিলের সংসার ভাঙার চেষ্টা করো না', যশের 'ফ্লার্ট'র কড়া জবাব ভক্তদের

  • নুসরত জাহানের সঙ্গে জনসমক্ষে চলছে যশ দাশগুপ্তর ফ্লার্টিং
  • ঠাট্টা করতে গিয়ে কীভাবে ফাঁসলেন যশ
  • নুসরত ও যশের কথোপকথনে জুড়ে বসল নুসরত ভক্তরা
  • নিখিল ও নুসরতের সংসার ভাঙতে চাইছেন যশ, দোষারোপ ভক্তদের

নুসরত জাহানের সঙ্গে জনসমক্ষে ফ্লার্টিং। তাও আবার ফ্লার্ট করছেন অভিনেতা যশ দাশগুপ্ত। যে অভিনেতার জন্য লাখ লাখ মহিলাভক্তদের মন আনচান করে তিনিই কি না বিবাহিত অভিনেত্রীর সঙ্গে ফ্লার্ট করছেন সোশ্যাল মিডিয়ার ওয়ালে। সম্প্রতি নুসরতের পোস্ট করা এক ভিডিওতে যশ ও নুসরতের কথোপকথনে ক্ষুব্ধ হয়ে এমনটাই অনুমান করে বসেছে নুসরতের একাধিক ভক্তরা। এমনকি যশের বেশ কয়েকজন অনুরাগীদেরও মত, যশ নুসরতের সঙ্গে ফ্লার্টই করছেন। 

তবে আদপে তেমন কিছুই ঘটেনি। নুসরতের ভিডিওতে কমেন্ট সেকশনে যশ লিখেছেন, "তুমি ডানা না মেলতে পারলে আমারটা নিতে পারো।" এর জবাবে নুসরতও লিখেছেন, "তুমি যদিও স্বর্গ খুঁজে না পাও। আমি তোমার সঙ্গে নরক অবধিও যেতে প্রস্তুত।" এই কথোপকথন টানা চলার মাঝেই সেখানে এসে জুটেছে একগুচ্ছ ভক্ত। কেউ কেউ নুসরত ও যশের রিপ্লাই পাওয়ার আশায় আবার কেউ তাঁদের বার্তা দেওয়ার ইচ্ছায়। তবে এরই মধ্যে এক আধজন ভক্ত যশের উপর ক্ষোভ উগরে দিয়েছে। 

Latest Videos

আরও পড়ুনঃনীতু কাপুরের বান্ধবীকে দেখে প্রেমে পড়েছিলেন রণবীর, নিজে মুখে স্বীকার করেন ক্যাসানোভা

 

নুসরত ও যশ একটি ইংরেজি গানের লিরিকস লিখেই কথোপকথন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর সেই কথাগুলিই কয়েকজন ফ্লার্ট ভেবে ভুল করে বসে। ঠাট্টার বিষয়টি ঠাট্টার মানসিকতায় না নিয়ে নিন্দুকরা কমেন্ট সেকশনে লিখেছেন, "নুসরত নিজের ডানা মেলতে না পারলে তাঁর স্বামী নিখিল তাঁকে সাহায্য করবে। তুমি কেন মাঝখানে ঢুকছ। ওনাদের সংসার ভাঙার চেষ্টা করো না।" এই ধরণের নানা মন্তব্যই করেছে তারা। যদিও যশ কিংবা নুসরত কেউই কোনও জবাব দেননি এই মন্তব্যগুলির। বিষয়টিকে এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে করেছেন।  

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন