মিতিন মাসি কোয়েল, কেমন হল সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দার সিনেমাটিক লুক

Published : Jun 27, 2019, 03:41 PM ISTUpdated : Jun 27, 2019, 04:17 PM IST
মিতিন মাসি কোয়েল,  কেমন হল সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দার সিনেমাটিক লুক

সংক্ষিপ্ত

বিয়ের পর একটা দীর্ঘ বিরতির পর এখন ব্যস্ত কোয়েল একের পর এক ছবির মুক্তি পাচ্ছে তাঁর কোয়েলের হাতে এখন মিতিন মাসি ছবির কাজ সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র মিতিন

টলিপাড়ায় চলতি বছরে এখন ব্যস্ততম নায়িকা হলেন কোয়েল মল্লিক। একের পর এক ছবিতে কাজ করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনিই এবার নতুন রূপে হাজির হতে চলেছেন সিনেমার পর্দায়। ছবির নাম মিতিন মাসি। পুনরায় বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে অন্য এক গোয়েন্দা চরিত্র। যেখানে মুখ্যভুমিকায় অভিনয় করতে দেখা যাবে কোয়েল মল্লিককে। শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে এসেছে ছবির প্রথম পোস্টার। তারই কিছুদিনের মধ্যে ছবির পরিচালক অরিন্দম শীল প্রকাশ্যে নিয়ে এলেন মিতিন মাসির প্রথম লুক।

সুচিত্রা ভট্টাচার্য্যের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। যেখানে মিতিন মাসি হলে একজন গোয়েন্দা, যার কাছে মাঝে মধ্যেই পুলিশের বড় কর্তা চলে আসেন সাহায্য চাইতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মিতিন। পরনে শাড়ি ও চোখে চশমা। কোয়েল মল্লিকের সেই রূপই এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। গল্পের নাম 'হাতে মাত্র তিন দিন'। সেই গল্পের মধ্যে দিয়েই এবার প্রকাশ্যে আসতে চলেছে নতুন গোয়েন্দা। পুজোতেই মুক্তি পাবে ছবি।
চরিত্রের সঙ্গে মানানসই ভাবেই তৈরি হলেন কোয়েল। ছবিতে তাঁকে দেখা গেল ছাই রঙের শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট মেরুন ব্লাউজ ও চোখে চশমা পরা অবস্থায়। সঙ্গে রয়েছেন ছবির পরিচালকও। শর্ট বুঝতে ব্যস্ত কোয়েল-এর এই ছবিতে বেজায় কৌতুহল বাড়ল দর্শকের। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার