বিয়ে সেরে ফেললেন ইমন, প্রথম ছবি প্রকাশ্যে আসছেই শুভেচ্ছাবার্তার ঝড়

Published : Jan 31, 2021, 05:58 PM IST
বিয়ে সেরে ফেললেন ইমন, প্রথম ছবি প্রকাশ্যে আসছেই শুভেচ্ছাবার্তার ঝড়

সংক্ষিপ্ত

বিয়ে সেরে ফেললেন গায়িকা ইমন  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রথম ছবি  মুহূর্তে ভাইরাল হয়ে উঠলেন ইমন-নীলাঞ্জন  সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা 


বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা ইমন চক্রবর্তী। বেশ কিছু দিন ধরেই বিয়ে ঘিরে টলিউড সরগরম। একের পর এক তারকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তারই মাঝে গাটছড়া বাঁধলেন ইমন চক্রবর্তী। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রিওয়েডিং শ্যুটের ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছিলেন তিনি। তারই মাঝে ভাইরাল হয়েছিল আইবুড়ো ভাত খাওয়ার ছবি। এবার বিয়ে সেরে ফেলার পালা। রবিবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। 

আরও পড়ুন- 'আমি তোমায় ঘৃণা করি, ভগবান তোমায় একটু সেন্স দিক', ভক্তের মুখে এই কথা শোনা মাত্রই হতবাক করিনা

পরিবার পরিজনদের নিয়ে রবিবার রেজিস্ট্রি করে বিয়ে করলেন ইমন। নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করতেই তা ভক্তদের নজর কাড়ল। মুহূর্তে শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়তে থাকে নেটপাড়ায়। মালা বদল করে বেনারসীতে ভাইরাল ইমন চক্রবর্তী। প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে পর্ব সেরে ফেললেন ইমন। বর্তামনে সা রে গা মা পা-রিয়ালিটি শো-এর মেন্টরের ভুমিকায় রয়েছেন ইমন। 

এখানেই শেষ নয়, দেবলীনা গৌরবের পর  ইমন, এবাার পালা তৃণার। পাশাপাশি রয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলার পালাও। তাই বিয়ে নিয়ে একাধিক তারকা এখন বেজায় ব্যস্ত বিটাউনে। সেই তালিকাতেই নাম লিখিয়েছিলেন ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তারকার গানে এখন বুঁদ টলি পাড়া। একের পর এক হিট ইমনের ঝুলিতে। হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্টও। তবে তার আগে ব্যক্তিগত জীবন খানিকটা গুছিয়ে নিলেন ইমন। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা