জমজমাট লড়াই 'দিদি নম্বর ১' -এ, সেরার মুকুট উঠবে কার মাথায়, থাকছেন ইমন-উষসী-অনামিকারা


এ যেন তারকার মেলা। ফের পর্দা কাঁপাতে দিদি নম্বর ১-এ হাজির হচ্ছেন টলিপাড়ার চারজন অভিনেত্রী। আজ বিকেল ৫ টায় এই বিশেষ পর্ব দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়।  দিদি নম্বর ১-এ বিশেষ অতিথি হিসেবে হাজির থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী উষসী চক্রবর্তী, অনামিকা  এবং সোমচন্দ্রা। সব মিলিয়ে ধামাকাদার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চার তারকার মধ্যে।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো দিদি নম্বর ১ -মানেই জমজমাট খেলা, প্রচুর গিফট, আড্ডা অর্থাৎ সব মিলিয়ে মন ভাল করা একটা সন্ধ্যা। মহিলাদের নিয়ে আয়োজিত এই শো এখন একাধিক রিয়্যালিটি শো-কে বলে বলে টেক্কা দেবে। প্রতিদিন বিকেল ৫ টা  বাজলেই কফির কাপ হাতে সকলেই যেন চোখ রাখেন টিভি-র পর্দায়।  ২৭-শে আগস্ট অর্থাৎ শুক্রবার  দিদি নম্বর ১ -এ বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন টলিপাড়ার চার জনপ্রিয় তারকা।

 

Latest Videos

 

আরও পড়ুন-নিখিল না যশ, কে নুসরতের সন্তানের বাবা, ছেলের নামও রাখলেন 'সহবাস' সঙ্গীর প্রথম অক্ষর 'Y' দিয়ে

আরও পড়ুন-দামি গাড়ি ছেড়ে অটোতে চড়ছেন আমির কন্যা ইরা, কোটিপতি বাবার মেয়ের কীর্তিতে হৈ চৈ নেটদুনিয়ায়

 

এ যেন তারকার মেলা। ফের পর্দা কাঁপাতে দিদি নম্বর ১-এ হাজির হচ্ছেন টলিপাড়ার চারজন অভিনেত্রী। আজ বিকেল ৫ টায় এই বিশেষ পর্ব দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়।  দিদি নম্বর ১-এ বিশেষ অতিথি হিসেবে হাজির থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী উষসী চক্রবর্তী, অনামিকা  এবং সোমচন্দ্রা। সব মিলিয়ে ধামাকাদার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চার তারকার মধ্যে।

 

 

কার মাথায় উঠবে দিদি নম্বর ১-এর ক্রাউন, আর কে হবে  আজকের  দিদি নম্বর ১, তা জানতে হলে দেখতেই হবে এই স্পেশ্যাল পর্ব। আজকের এই বিশেষ পর্বে অতিথিদের সঙ্গে গানের আড্ডায় উপস্থিত থাকছেন অনীক ধর।  চার তারকার সঙ্গে খুনসুটিতে মাততে দেখা যাবে অনীক ধরকে। চার দিদিদের সঙ্গে আড্ডায়-গানে দেখা যাবে অনীককে। গানের টানে,আড্ডায় ফানে কে হবে আজকের দিদি নম্বর ১।

 

Share this article
click me!

Latest Videos

'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা