সেটেও নেই ভোটেও নেই, স্রেফ ছুটির মেজাজে পরিবারের সঙ্গে ভ্যাকেশন ট্রিপে জিৎ

Published : Mar 05, 2021, 12:22 PM IST
সেটেও নেই ভোটেও নেই, স্রেফ ছুটির মেজাজে পরিবারের সঙ্গে ভ্যাকেশন ট্রিপে জিৎ

সংক্ষিপ্ত

ছুটির মেজাজে জিৎ  একাধিক ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়  ঝড়ের বেগে ভাইরাল অভিনেতা  মেয়ে ও স্ত্রীর সঙ্গে খুশ মেজাজ 

টানা একবছেরের বিরতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বিনোদন জগত। এরই মাঝে একের পর এক ছবির খবরও আসছে প্রকাশ্যে। তবে এবার নয়া ছবি মুক্তির তালিকাতে এখনও পর্যন্ত নাম পাওয়া যাচ্ছে না জিৎ-এর। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতেই ব্যস্ত তিনি। সামনেই বিধানসভা নির্বাচন। সেই আঁচও এখন পৌঁছে গিয়েছে টলিউডের গায়ে। একের পর এক তারকা বর্তমানে যোগ দিচ্ছেন রাজনীতিতে। 

 

 

নেতা-অভিনেতা মিলে মিশে একাকার। কিন্তু এই সকল বিষয় থেকে নিজেকে সব সময়ই সরিয়ে রাখতে পছন্দ করে টলিউড সুপার স্টার জিৎ। তিনি কাজ ও নিজের ব্যক্তিগত জীবনে পার্ফেক্ট ব্যালন্স করেই এখন পথ চলেন। তাই খানিক বিরতি নিয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে ছুটি কাটাতে গেলেন হিমাচল। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করলেন জিৎ।

 

 

কখনও বরফ মাখা অ্যাডভেঞ্চার ট্রেক, কখনও আবার স্বর্ণমন্দিরের সামনে প্রার্থনায় মগ্ন জিৎ। তাঁর এই পোস্টই নজর কাড়ল ভক্তমহলের। দলীয় রঙ জিৎ-কে এখনও ছুঁতে পারেনি। যার ফলে জিৎ সবার কাছেই ভীষণ প্রিয় পাত্র। একের পর এক ছবি তাঁর সুপারহিট। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। যার ফলে ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে জিৎ-এর যে কোনও পোস্টই। 

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?