জুন আন্টি-অনিন্দ্য দা'র ঘনিষ্ঠতা, 'টুরু লাভ'র তকমা পেল ছোটপর্দার হিট জুটি

  • জুন আন্টি ও অনন্দ্যি দা'র আদরে ভরছে সোশ্যাল মিডিয়া
  • নেটদুনিয়ায় ভাইরাল হল তাদের প্রেমালাপ
  • নেটিজেনদের কাছে বড়ই প্রিয় 'শ্রীময়ী'র এই দুই চরিত্র
  • কী প্রতিক্রিয়া পেলেন অভিনেতা সুদীপ এবং অভিনেত্রী উষসী

ইন্দ্রাণী হালদার অভিনীত 'শ্রীময়ী' ধারাবাহিকটি নিঃসন্দেহে বাংলা ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। তবে জনপ্রিয়তার কথা যদি বলতেই হয় তবে ধারাবাহিকে শ্রীময়ীকে ছাঁপিয়ে গিয়েছে জুন। শ্রীময়ী চরিত্রটির চেয়ে সকলের ঢের বেশি পছন্দ জুন আন্টিকে। জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তীর অভিনয়ও দর্শকমহলের বেশ পছন্দ, পাশাপাশি জুন আন্টি মিমার্সদের দিচ্ছে কনটেন্ট। করোনা আবহ হোক, রাম মন্দিরের প্রতিষ্ঠা হোক, বা পুজর মণ্ডপে ভিড়, সবেতেই বেরিয়ে আসে জুন আন্টির মিম। 

সম্প্রতি জুন আন্টি এবং অনিন্দ্য দা'র কিছু ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিগুলি পোস্ট করেছেন উষসী। যেখানে শ্রীময়ী-এর সেটে জুনকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে অনিন্দ্য। সেই ছবিগুলি পোস্ট হতেই নিমেষে ভাইরালের খাতায় নাম লিখেছে অনিন্দ্য-জুনের রোম্যান্স। ছবির ক্যাপশনে লেখে, "বিস্মরণের গোধূলি বেলার আলোতে তোমারে চিনি।" যা দেখে গদগদ হয়ে উঠেছে বাঙালি নেটিজেনরা। 

Latest Videos

 

#JuneAnindyoChemistry #100PercentLove #OffScreenChemistry #WhenJuneLovesAnindyo বিস্মরণের গোধূলি বেলার আলোতে তোমারে চিনি

Posted by Ushasie Chakraborty on Monday, October 19, 2020

 

অনিন্দ্য এবং জুনের এই ঘনিষ্ঠতাকে ইতিমধ্যেই 'টুরু লাভ'এর নাম দিয়ে দিয়েছে নেটিজেনরা। সম্প্রতি একটি বাংলাদেশি বাচ্চা ছেলের 'টুরু লাভ' বলা ভিডিওটি ভাইরাল হয়েছে। তার সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে জুন-অনিন্দ্যের রোম্যান্স। পোস্টের কমেন্ট সেকশনও তৈরি হয়েছে মিমপেজে। উষসী কিন্তু এতেই মোটেই রাগ করেন না। বরং জুন আন্টিকে নিয়ে এই ঠাট্টা, মজা, মিম তাঁর বেশ পছন্দ। নিজেও বেশ কয়েকবার সেই মিম শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। জুন আন্টি যে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় খলনায়িকা, তা বলার অপেক্ষা রাখে না। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts