২০০ কোটির ক্লাবে কবীর সিং, বিতর্ক এড়িয়ে নজির গড়া সাফল্য

  • দুশো কোটির ক্লাবে কবীর সিং
  • বক্স অফিসে নজির গড়া সাফল্য
  • শাহিদ ম্যাজিকে আবার মজল দর্শক
  • কিয়ারা-শাহিদের অনবদ্য অভিনয়

কবীর সিং, প্রথম দিনেই নজর কাড়া বক্সঅফিস সাফল্য, তারপরই বদলে গেছিল চিত্র। শুরু হয়েছিল ছবির চিত্রনাট্যকে ঘিরে বিতর্ক। ডাক্তারদের ভাবমুর্তি নষ্ট হওয়ার  কারণে সবর হয়েছিলেন মহারাষ্ট্রের জুনিয়ার ডাক্তার মহল। কিন্তু সেসব প্রশ্নকে এক পর্কার তুড়ি মেরে উড়িয়ে দিয়েই রমরমিয়ে চলছে কবীর সিং। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একশো কোটির ক্লাবে নাম লিখিয়েছিল এই ছবি। এবার দুশো কোটির ক্লাবে পৌঁচ্ছে গেল শাহিদ কাপুর ও কিয়ারা অভিনীত এই ছবি।

আবারও সপ্তাহের শেষ। বাড়বে বক্সঅফিসের আয়, তার ফলে এই ছবিকে ঘিরে আরও আশাবাদী হলেন শাহিদ কাপুর। বলিউডের চকলেট বয়ের ভিন্ন লুক। রুক্ষ্ম, হতাশ, বদমেজাজী, সব প্রকারের বিপরীত দিকই চরিত্রে ধরা পরেছিল কবীর সিং-এর। কিন্তু তাতে কী, ভক্তের চোখে তিনি এখনও সেরা। বেশ কিছুদিন ধরে বি টাউনে শাহিদের দর ক্রমেই নিম্নগামী হয়েছিল। তা বর্তমানে ইতিহাস। এখন বক্স অফিসে শাহিদ একাই দুশো। 

Latest Videos

চলতি সপ্তাহের শুরুতেই আভাস মেলে কবীর সিং ২০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে, এবার তা সত্যি হয়ে গেল। ছবির শ্যুটিং চলা কালিনই একাধিকবার এই ছবির খবর শিরোনামে উঠে আসে। শাহিদের অক্লান্ত পরিশ্রম, শরীর নিয়ে গবেষণা, আদবে সাফল্যের মুখ দেখল, ফলে এখন বেজায় খুশি শাহিদ কাপুর। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর