নয় বছরের সংসার জীবন নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ কাঞ্চন মল্লিক, জানালেন এই পিঙ্কি তাঁর অচেনা

  • এবার স্ত্রীকে নিয়ে প্রশ্ন কাঞ্চনের
  • একসপ্তাহ পর বিস্ফোরক কাঞ্চন
  • জানতে চাইলেন কেন এতদিন চুপ ছিলেন পিঙ্কি
  • কী জানাচ্ছেন অভিনেতা 

পিঙ্কির সঙ্গে কাঞ্চনের সংসার জীবনে এবার নয়া মোড়। একে অন্যকে নিয়ে হাজারও প্রশ্ন উঠে আসছে সামনে। যদিও কাঞ্চন মল্লিকের কথায় শুরুটা করেছিলেন পিঙ্কিই। তিনিই প্রথম সংবাদ মাধ্যমকে যা নয় তাই বলতে থাকেন। তিনি মুখ বুঁজে সহ্য করেছেন। তবে কতদিন। এবার কাঞ্চনও মুখ খুললেন। জানালেন শ্রীময়ী নির্দোষ, কেন তাঁকে বদনাম করা হচ্ছে! এখানেই শেষ নয় এদিন কাঢ্চন মল্লিক প্রশ্ন তোলেন পিঙ্কিকে নিয়েও। 

আরও পড়ুন- বান্ধবীকে সঙ্গে নিয়ে হেনস্থা, কাঞ্চনের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের স্ত্রী পিঙ্কির 

Latest Videos

তাঁর কথায় মাত্র ২০ দিন সংসার করেছেন পিঙ্কি তাঁর সঙ্গে, তিনি কিছুই বলেননি। নয় বছরের সংসার। একটি আট বছরের ছেলে আছে। একদিন কেন চুপ ছিলেন পিঙ্কি। কেন কাঞ্চন মল্লিক বিধায়ক হওয়ার পরই অভিযোগ তুলছেন পিঙ্কি। এর পেছনে কি অন্য কোনও কারণ আছে! সেই বিষয়ও সন্দেহ প্রকাশ করতে পিছুপা হননি কাঞ্চন মল্লিক। তিনি জানান, বিধায়ক কাঢ্চন মল্লিককে নিয়ে এতো সমস্যা। অভিনেতা কাঞ্চন মল্লিক তো কখনও কিছু বলতে দেয়নি। 

আরও পড়ুন- ফাদার্স ডে-র ঠিক আগে, ছেলে হাতে কত কোটির গাড়ির চাবি তুলে দিলেন সোনু সুদ 

আরও পড়ুননেপোটিজমের জন্যই কি বলিউডে জায়গা আলিয়ার, মহেশ কন্যার তকমা না অন্য রহস্য, ফাঁস হল মায়ের মুখেই 

কাঞ্চনের কথায়, পিঙ্কিকে সেভাবে কখনই তিনি পাশে পাননি। পরিবারের একাধিক কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর মা-বাবার যখন কঠিন পরিস্থিতি, তখন কোোথায় ছিলেন পিঙ্কি। তিনি কিন্তু তা নিয়ে কখনই প্রশ্ন তোলেননি। মাত্র ২০ দিনের মাথায় বাবার বাড়ি চলে যান পিঙ্কি। কাঢ্চনের সঙ্গে সংসার করা যায় না, জানিয়েছিলেন এমনটাই। তবুও চুপই  ছিলেন কাঞ্চন মল্লকি। এখন পিঙ্কি কুৎস্যা রটাতে এই প্রসঙ্গ তুলতে বাধ্য হয়েছেন বলেই দাবী কাঞ্চনের। 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল