রাণী রাসমণির 'প্রসন্ন'র পোস্টে ঘাম ঝড়ল নেটিজেনের, সোশ্যাল মিডিয়ায় হটকেক নায়িকার অ্যালবাম

  • করুময়ী রাণী রাসমণি ধারাবাহিকে 'প্রসন্ন'র ভিন্ন রূপ 
  • সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন নায়িকা
  • একের পর এক হট ছবিতে ঘাম ঝড়ালেন নেটিজেনদের
  • নায়িকার অ্যালবাম এখন সাইবারদুনিয়ার হটকেক
     

'রেশম ঝাঁপি' ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সোমাশ্রী ভট্টাচার্য। শুভদৃষ্টিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এখন রাণী রাসমণির ধারাবাহিকে প্রসন্নের ভূমিকায় আছেন তিনি। প্রতিটি ধারাবাহিকে সাবলিল চরিত্রে অভিনয় করেন সোমাশ্রী। নেগেটিভ রোল হোক বা সাধারণ গৃহিনীর চরিত্র, সবেতেই অভিনেত্রী হিসেবে দক্ষ তিনি। কেবল অভিনয় নয়, আরও একটি গুণ আছে সোমাশ্রীর। 

আরও পড়ুনঃরবিবারের দিদি নং-১, বিশেষ পর্বে রচনার সঙ্গে থাকছেন পায়েল-ঋতাভরী সহ আরও চমক

Latest Videos

টেলিভিশনের জগতে তাঁর মত ফ্যাশন সেন্স খুব কম অভিনেত্রীর আছে বললেই চলে। তাঁর ইনস্টাগ্রামে খানিক উঁকি ঝুকি মারলেই তিনি যে ফ্যাশানিস্তা তা নজরে পড়বে। সোমাশ্রীর বোল্ডনেসে ধরা পরে তাঁর ক্যাজ্যুয়াল ড্রেসিং সেন্সে। কখনও হট প্যান্টে তো কখনও শর্ট ড্রেসে। নানা পোশাকেই বেশ স্বাচ্ছন্দ বোধ করেন সোমাশ্রী। তাঁর ফ্যাশন যে কেবল শর্ট ড্রেসেই আটকে তা নয়। এবার সাদা পোশাকে হট অবতারে ধরা দিলেন তিনি।

আরও পড়ুনঃমধুমিতার নতুন পথচলা শুরু, ভিডিও বার্তায় দিলেন খুশির খবর

আরও পড়ুনঃ'আরাধ্যা কি প্রতিবন্ধী', আট বছরের মেয়েকে হাত ধরে হাঁটাতেই কটাক্ষের শিকার ঐশ্বর্য

টোনড চেহারায় ধরা দিলেন সোমাশ্রী। কোন পোশাকের সঙ্গে কেমন সাজ মানানসই বা এখন ফ্যাশন ট্রেন্ড হিসেবে কোনটা বেশি চলছে, সবের খবর রয়েছে তাঁর কাছে। হট প্যান্টের সঙ্গে যে সাধারণ টিশার্ট এবং স্নিকার্সই যথেষ্ট তা এই ছবি দেখলেই বোঝা যায়। হটনেস যে কেবল খোলামেলা পোশাকেই বেরিয়ে আসে না তা প্রমাণ করলেন সোমাশ্রী। 

আরও পড়ুনঃ'পনেরো বছরের ছেলেটা আমায় অশ্লীলভাবে ছুঁতে থাকে, দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি', বিস্ফোরক সুস্মিতা

আরও পড়ুনঃঅনুষ্কাকে টেনে ধরে কিস করছেন রণবীর, ভাইরাল ভিডিওতে দুই প্রাক্তনের প্রেমালাপ

সাধারণ ড্রেস পরেও তাঁর হটনেস ছড়িয়েছে নিজের রূপের মাধ্যমে। রাণী রাসমণিতে প্রসন্নময়ীর ভূমিকায় দেখার পর এই অবতারে তাঁকে দেখে খানিক অবাকই লাগবে অনেকের। সোমাশ্রীর ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় একেবারে অন্য রকম। যেই ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখলে চেনার জো নেই। ব্যক্তিগত জীবনে তেমন মেকআপ করতে পছন্দ করেন না সোমাশ্রী। 

আরও পড়ুনঃসন্দীপ সিংই সুশান্তের মৃত্যু পরিকল্পনায় 'মাস্টারমাইন্ড', সিবিআই-র তলবে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope