- Home
- Entertainment
- Bollywood
- অনুষ্কাকে টেনে ধরে কিস করছেন রণবীর, ভাইরাল ভিডিওতে দুই প্রাক্তনের প্রেমালাপ
অনুষ্কাকে টেনে ধরে কিস করছেন রণবীর, ভাইরাল ভিডিওতে দুই প্রাক্তনের প্রেমালাপ
- FB
- TW
- Linkdin
তাঁদের প্রেমালাপের সেই পুরনো ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়। ভিডিওতে অনুষ্কা এবং রণবীরের প্রেমালাপ দেখে গদগদ হয়ে উঠেছে তাঁদের ভক্তরা।
লেডিস ভার্সেস রিকি বেহল ছবির প্রচারে উপস্থিত হয়েছিল ছবির গোটা কলাকুশলী। অনুষ্কা এবং রণবীর ছিলেন ছবির মুখ্য ভূমিকায়। প্রচারে হাজির হতেই শুরু হয় তাঁদের প্রেমালাপ।
লেডিস ভার্সেস রিকি বেহল ছবির প্রচারে উপস্থিত হয়েছিল ছবির গোটা কলাকুশলী। অনুষ্কা এবং রণবীর ছিলেন ছবির মুখ্য ভূমিকায়। প্রচারে হাজির হতেই শুরু হয় তাঁদের প্রেমালাপ।
রণবীর প্রেমিক হিসাবেও ছিলেন বেশ পোজেসিভ। তা তিনি বহুবার নানা সাক্ষাৎকারেও জানিয়েছেন। পোজেসিভনেসের জন্য একবার অনুষ্কার এক ভক্তের গায়ে প্রায় হাতই তুলে ফেলেছিলেন রণবীর।
ছবির প্রচার চলাকালীন ভক্তদের সঙ্গে সেলফি নেওয়া অটোগ্রাফ দেওয়া চলছিল অনুষ্কা এবং রণবীরের। সেখানেই উপস্থিত থাকা এক ভক্ত অনুষ্কাকে নিয়ে প্রশংসা শুরু করে।
অনুষ্কা তার সবচেয়ে পছন্দের অভিনেত্রী বলতে বলতে কথার রেশ চলে যেতে থাকে ফ্লার্টিংয়ের দিকে। অনুষ্কার সঙ্গে বেশ খোলামেলা ভাবেই ফ্লার্ট করা শুরু করে সেই ব্যক্তি। অনুষ্কার কাছে বিষয়টি অত্যন্ত সাধারণ হলেও রণবীরের কাছে তা নয়।
অনুষ্কা বেশ স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলেন ভক্তের ফ্লার্ট করা। তবে রণবীর বেশ রেগেই রিয়্যাক্ট করে ফেলেছিলেন সেই ভক্তের উপর। ব্যক্তির কোনও এক ভাষায় রণবীর বেজায় ক্ষুব্ধ হন। সরাসরি সেই ব্যক্তিকে বলেন, "মুখ খোলার আগে ভাষার খেয়াল রাখো। ও আমার গার্লফ্রেন্ড। নাক ভেঙে দেব তোমার।"
এ কথা বলতে না বলতেই স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত থাকা সংবাদমাধ্যম বিষয়টিতে আলকোপাত করে। অনুষ্কা যদিও সঙ্গে সঙ্গে রণবীরকে সকলের সামনে হাসি মুখে সামলে নেন। সংবাদমাধ্যমের কাছেও ঠাট্টা বলে বিষয়টি উড়িয়ে দেন।