প্রতিদিন রাতে তৃণার ঘরে কার উপদ্রব, ভিডিওতে ভাইরাল হল সেই কারণ

  • তৃণার জীবনে ঘোর বিপদ
  • রাতবিরেতে তৃণা সাহার ঘরে কার উপদ্রব
  • ভিডিওতে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
  • প্রকাশ করলেন বিরক্তিও

ফের টিআরপির দৌড়ে সেরার সেরা তকমা পেল 'খড়কুটো' ধারাবাহিক। তৃণা সাহা এবং কৌশিক রায় অভিনীত এই ধারাবাহিকের নিত্যনতুন কাহিনিতে মজেছে গোটা দর্শকমহল। পরিবারের কুটকাচালি থেকে হাটকে স্টোরিলাইন মানেই দর্শক এখন হাতের মুঠোয়। সেই বিনোদনের রসদই দিচ্ছে এই ধারাবাহিক। শ্বাশুড়ি-বউমার কূটনৈতিক সম্পর্ক ছাড়াই টিআরপি তালিকায় এক নম্বরে উঠে এসেছে খড়কুটো। এই আনন্দে ভেসেছিলেন অভিনেত্রী তৃণা। সেই আনন্দ নিমেষে বদলে গিয়েছে চিন্তায়। তাঁর ঘরে শুরু হয়েছে এক নতুন উপদ্রব। 

যার জন্য নাজেহাল হয়ে গিয়েছে তাঁর জীবন। সম্প্রতি সেই নিয়ে ভিডিও শেয়ার করলেন তৃণা। নেহা কক্করের গান নেহু দ্য ভিয়া-এ রিল ভিডিও বানিয়েছেন তিনি। সেই গানেরই লাইন হল রোজ রাতে তাঁকে তাঁর ভালবাসার মানুষ বিরক্ত করেন। প্রেমের ভাব রেখে গানের সঙ্গেই নিজেকে ভাসালেন তৃণা। শাঁখা পলা পরে নতুন বউ গুনগুনের রূপেই ভিডিওটি করেছেন। তিনি। প্রসঙ্গত বিয়ে সেরে নতুন জীবনে পা দিয়েছে গুনগুন এবং সৌজন্য। সেই সম্পর্কেই এখন নানা ভাবে বাধাপ্রাপ্ত হয়ে চলেছে। সৌজন্যের সঙ্গে গুনগুনের কথা কাটাকাটি তো প্রথম দিন থেকেই লেগেই ছিল এখন জুড়েছে বৈবাহিক জীবনের অ্যাঙ্গেলের নানা সমস্যা। 

Latest Videos

আরও পড়ুনঃজীবনের সব দুঃখ ভুলেছে শ্যামা, শর্ট ড্রেসে ফুটবল খেলতে ব্যস্ত তিয়াশা

 

কালরাত্রিতে গুনগুন এবং সৌজন্যকে একসঙ্গে দেখে অবাক হয়েছিল বাড়ির লোকজন। অবাক বললে ভুল হবে, বরং রীতিমত ক্ষোভে ফেটে পড়তে থাকে বাড়ির গুরুজনেরা। যার কারণে নানা ভালমন্দ কথা শুনতে হয় গুনগুনকে। বিনা দোষে এত কথা শুনে দুঃখে কেঁদে ফেলে গুনগুন। কাকা, দাদা, বৌদিরা মিলেই ঠাট্টা করতে গিয়েছিল। সেই ঠাট্টার মাশুল গুনতে হল গুনগুনকে। সৌজন্যের সঙ্গে এক প্রস্থ কথা কাটাকাটি হয়ে যায় গুনগুনের। সেই নিয়েও রীতিমত দুঃখে সে। মন খারাপ করেই বসে রইল গুনগুন। বিয়ের পরই নানা বাধার মধ্যেই কি যেতে হবে গুনগুনকে। নাকি সে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে সৌজন্যের হাত ধরে। কবেই বা শুরু হবে সৌজন্য ও গুনগুনের প্রেমকাহিনি। এই প্রশ্নেই জর্জরিত দর্শকমহল।

 

 

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
Dilip Ghosh : '৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?', স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning