পরিচালকের সঙ্গে হাতাহাতি দেবের, সবশেষে কোন রহস্যের সমাধান করল টিনটিন

ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভক্তদের মন ভরিয়েছেন, এবার ফিরে এসে সকলের সঙ্গে একটু খুনসুটি করলেন দেব। দেব যখন চিৎকার চেঁচামেচি করছিলেন তখনই হঠাৎ করে সিনে এন্ট্রি নিয়ে এল সিনেমার মুখ্য চরিত্র টিনটিন থুরি, দেব। তখনই দেব এই গোটা ঝামেলা সৃষ্টির পিছনের রহস্যের ওপর থেকে চাদর সরিয়ে বলেন, আগামী ২১ মার্চ সোমবার ঠিক রাত ৮ টায় দর্শক দরবারে আসছে কিশমিশের ট্রেলার। 
 

শুধু রুপোলি পর্দাতেই (Tollywood) চমকই নয়, বাস্তবেও দর্শককে একেবারে চমকে দিয়েছেন টলিপাড়ার হ্যান্ডসাম হ্যাঙ্ক দেব (Dev)। সদ্য মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেতা (Actor)। সাধারণত ছুটি কাটিয়ে ফেরার পর কিন্তু মেজাজ ফুরফুরে থাকে। কিন্তু দেবের ক্ষেত্রে এরকমটা কেন হল না...ঘুরে এসেই মেজাজ একেবারে তিরিক্ষি। একেবারে ঝাপিয়ে পড়ল নিজের টিমের ওপর। এমন খচে লাল যে খোদ পরিচালকের সঙ্গেই একেবারে হাতাহাতি। সেই ঝামেলা দেখে সকলের চক্ষু একেবারে চরকগাছ। দেবের এহেন হম্বিতম্বি দেখে তো সেখানে উপস্থিত সকলেই কোনও কিছু বুঝে উঠতে পারছিলেন না। কেউ বুঝতেই পারছিলেন না যে তিনি কেন পরিচালকে অভিযুক্ত করে বলছিলেন, অন্য ছবি পেয়ে তাঁর ছবি কিশমিশের (Kismis) ট্রেলার (Trailer) পিছিয়ে দেওয়া হয়েছে। 

এই তো সবে কয়েকদিন আগে সমুদ্র সৈকতে বান্ধবী রুক্মিনীর সঙ্গে সমুদ্র সৈকতে রোম্যান্স করছিলেন দেব। কত সুন্দর সুন্দর ছবি পোস্ট করছিলেন সোশ্যাল মিডিয়ায়। মনের মানুষের সঙ্গে ছুটি কাটিয়ে পেরার পর কী এমন হল যে ফিরে এসেই মাথায় আগুণ জ্বলছে দেবের। মালদ্বীপ থেকে ফিরে এসেই নিজের প্রযোজনা সংস্থার অফিসে হাজির হন দেব। সেখানে পৌঁছে দেখেন কেউ ঝিমোচ্ছে, আবার অনেকে অফিসেই নেই। প্রত্যেককে ডেকে জিজ্ঞেস করেন তাঁর আগামী ছবি কিসমিসের ট্রেলার কবে মুক্তি পাবে। এখনও কেন ট্রেলার তৈরির কাজ কাজ সম্পন্ন হয় নি। এদিকে ছবি মুক্তির দিন নির্দিষ্ট হয়ে হগেছে। এই বলে একেবারে চড়াও হন দেব। অন্যদিকে অভিনেতার এই রনচণ্ডী মূর্তি দেখে নিজের মুখের ভাষাও আর ঠিক রাখতে পারেন নি পরিচালক রাহুল মুখোপাধ্যায়। 

Latest Videos

আরও পড়ুন-মলদ্বীপে সেলিব্রেশন মুডে দেব-রুক্মিণী,অনাবৃত উরুতে সাগরপাড়ে উষ্ণতা বাড়ালেন টলি কুইন

আরও পড়ুন-সঞ্জয় লীলা বনশালি নয় শ্রেয়া ঘোষালের গানে মুগ্ধ হয়ে পরিচালককে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন অন্য কেউ চিনে নিন কে সে

টলিপাড়া থেকে রাজনীতির ময়দান সব জায়গাতেই কিন্তু শোনা যায় অভিনেতা দেব খুবই শান্ত প্রকৃতির ছেলে। তাঁর নাকি এথ রাগ ঢাক নেই। সত্যিই তাঁর রাগ নেই। এতক্ষণ যা পড়লেন সেটা সবটাই অভিনয়। হ্যাঁ, ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভক্তদের মন ভরিয়েছেন, এবার ফিরে এসে সকলের সঙ্গে একটু খুনসুটি করলেন দেব। গোটা বিষয়টাই দেব-রুক্মিনীর আগামী ছবি কিসমিসের প্রচারের স্বার্থে করা। দেব যখন চিৎকার চেঁচামেচি করছিলেন তখনই হঠাৎ করে সিনে এন্ট্রি নিয়ে এল সিনেমার মুখ্য চরিত্র টিনটিন থুরি, দেব। তখনই দেব এই গোটা ঝামেলা সৃষ্টির পিছনের রহস্যের ওপর থেকে চাদর সরিয়ে বলেন, আগামী ২১ মার্চ সোমবার ঠিক রাত ৮ টায় দর্শক দরবারে আসছে কিশমিশের ট্রেলার। 

আরও পড়ুন-সুডৌল স্তনযুগলকেও হার মানাচ্ছে নিতম্ব, 'সেক্সবম্ব' মালাইকার শরীরী নেশায় পুড়ে ছাই সাইবারবাসী

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia