শুরু হবে ২৬ তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলোকিত করবেন লিসা চালান

১৮ মার্চ ২০২২-এর সকালে অনুষ্ঠিত হল কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন লিসা চালান। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লিসার হাতে তুলে দেওয়া হবে ৫ লাখ টাকা মূল্যের স্পিরিট অফ সিনেমা অ্যাওয়ার্ড। উল্লেখ্য প্রথমবার IIFK-তে এই ধরনের পুরস্কার দেওয়া হবে।

১৮ মার্চ ২০২২-এর সকালে অনুষ্ঠিত হল কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFK)। এই উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলিউডের বিশিষ্ট পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag kashyap)। আর এই অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন লিসা চালান (Lisa Calan)। আইএসআইএস হামলার একজন জীবিত শহীদ লিসা।  তুরস্কে জন্ম এবং বেড়ে ওঠা একজন পরিচালক (Director) তিনি। আইএসআইএস-এর আক্রমণে তার দুই পা হারানো সত্ত্বেও, এই তরুণী কৃত্রিম পায়ের সাহায্যে জীবনে এগিয়ে চেলেছেন। ২৬ তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লিসার হাতে তুলে দেওয়া হবে ৫ লাখ টাকা মূল্যের স্পিরিট অফ সিনেমা অ্যাওয়ার্ড। উল্লেখ্য প্রথমবার IIFK-তে এই ধরনের পুরস্কার দেওয়া হবে। ১৮ মার্চ (18th March) সকালে যখন এই কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে তখন সেই উৎসবের জমকালো মঞ্চে সকলের নজর কাড়বেন এই তুরস্ক নিবাসী তরুণী লিসা (Lisa Calan)। 

একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিচালক লিসা বলেন, প্রথমবার  কেরালায় আসতে পেরে তিনি খুবই খুশি। সেই সঙ্গে বলেন, কেরালা নিয়ে অনেক গল্প তিনি শুনেছেন। আজ শশরীরে কেরালার মাটিতে পা রাখার সুযোগ পয়ে খুবই গর্ববোধ করছেন আইএসআইএস-এর আক্রমণে দু পা হারানো তরুণী লিসা। চলচ্চিত্র প্রযুক্তি এবং সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে পরিচালক, সম্পাদক, চিত্রনাট্যকার এবং অভিনেতা হিসাবে কাজ করার সময় লিসা আইএসআইএসের শিকার হন। ততদিনে লিসা পরিচালিত ল্যাঙ্গুয়েজ অফ দ্য মাউন্টেনস ছবিটি মুক্তি পেয়েছে। লিসা নুসাইবিনস কালার ছবির সহপরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। একইসঙ্গে দ্য ভয়েস অফ দ্য স্ট্রিট-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্পাদক ছিলেন লিসা। 

Latest Videos

আরও পড়ুন-আপাতত আমির-অনুষ্কা কোনও খবর নেই, সবটাই ছিল বিনোমহলের গুঞ্জন

সালটা ছিল ২০১৫। সেই বছরের ৫ জুন ISIS দ্বারা আক্রান্ত হয়েছিলেন লিসা। তুরস্কে স্থানীয় নির্বাচনের দুই দিন আগে কুর্দি দল এইচডিপি-র একটি বিশাল সমাবেশে আইএসআইএস আত্মঘাতী বোমা হামলায় লিসা তার দুটো পা হারান। তবুও জীবনে থমকে থাকেন নি তিনি। সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত হয়েছেন শতাধিক মানুষ। স্টিলের বল ভর্তি প্রাণঘাতী বোমা বিয়ারিংয়ের ভিতরে বিস্ফোরিত হলে লিসার পা ভেঙে যায়। হাসপাতালে পৌঁছানোর সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সন্ত্রাসের শিকার হওয়া ব্যক্তিদের কর্মসংস্থান প্রদানকারী আইনের অধীনে লিসা সাংস্কৃতিক বিভাগে চাকরি পেয়েছিলেন। লিসার পরিচালনায় মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মাউন্টেটস। চলতি বছরের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হবে। 

আরও পড়ুন-জামা মসজিদের সামনে বিবেকের পুরনো ছবি ভাইরাল, কটাক্ষের শিকার নেটদুনিয়ায়

লিসার চিকিৎসার জন্য বিশ্বজুড়ে বন্ধুদের উদ্যোগে অনেক টাকা জোগাড় করা হয়েছিল। তুরস্ক এবং জার্মানিতে তার নয়টি অস্ত্রোপচার করা হয়েছে, কিন্তু তার পা ঠিক হয়নি। একজন ইরাকি ডাক্তার যিনি সাদ্দাম হোসেনের নির্যাতন থেকে রক্ষা পেয়ে অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে আসেন, মুনজেদ আল-মুদারিস, অবশেষে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লিসার পায়ে টাইটানিয়াম ইমপ্লান্ট স্থাপন করেন। লিসা এখন সেই কৃত্রিম পায়ে ভর দিয়ে চলেন। এদিকে ক্ষতিপূরণ চেয়ে তুরস্ক সরকারের বিরুদ্ধে মামলা করেন লিসা। সরকার ক্ষতিপূরণ হিসাবে ১.৬ মিলিয়ন দিতে রাজি হয়েছিল। কিন্তু লিসা সেটি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে এটি তাঁর চিকিৎসার খরচও বহন করতে পারবে না। সেই মামলা এখনও চলছে। তার মাঝেই কৃত্রিম পা নিয়েই সিনেমার জগতে ফিরেছেন লিসা। 

আরও পড়ুন-এবার নেটফ্লিক্সে করিনার কামাল, সুজয় ঘোষের নির্দেশনায় আসছে নতুন মার্ডার মিস্ট্রি

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন