Uma Serial Update: পাল্টে যাবে উমার জীবনের স্বাভাবিক ছন্দে, অভির কথায় শুরু নতুন স্বপ্ন দেখা

Published : Jan 30, 2022, 07:50 AM IST
Uma Serial Update: পাল্টে যাবে উমার জীবনের স্বাভাবিক ছন্দে, অভির কথায় শুরু নতুন স্বপ্ন দেখা

সংক্ষিপ্ত

 উমা কোনও দিন যা স্বপ্নেও ভাবেনি, এবার তাকে তেমনই এক জীবন উপহার দিতে চলেছে অভি। তাকে যেতে হবে মাঠে, খেলতে হবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে, হেরে গেলে চলবে না। 

জি বাংলার (Zee Bangla)  জনপ্রিয় ধারাবাহিক উমাতে (bangla Serial Uma) এখন টানটান উত্তেজনা, কীভাবে প্রতিটা পদে পদে উমা সকলকে টেক্কা (Uma Stuggle) দিয়ে সততার সঙ্গে নিজের লক্ষ্যে পা বাড়িয়েছে, তাই এখন নজর কাড়ছে দর্শকমহলের (Uma Audience)। উমা, যার জীবনের প্রতিটা পদে কেবলই পরীক্ষা, যুদ্ধই যেন লিখে দিয়েছে নিয়তি, সেই মেয়ের এবার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার পালা। উমা কোনও দিন যা স্বপ্নেও ভাবেনি, এবার তাকে তেমনই এক জীবন উপহার দিতে চলেছে অভি। তাকে যেতে হবে মাঠে, খেলতে হবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে, হেরে গেলে চলবে না। ফুলশয্যার রাতে ঠিক এভাবেই উমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় অভি। 

তবে ভাগ্যের ফেরে একের পর এক নতুন লড়াইয়ে জড়িয়ে পড়ছে উমা (Uma Coming Episode)। কিন্তু পাশে থাকে অভি। সে কোনও মতে পিসিমনিকে বোঝাতে পারে যে উমা যা করেছে তা খারাপ বা ভূল নয়। কিন্তু সকলেই বুঝতে পারে মামনির চাল। এরপর আলিয়ার ফাঁদে পা দিয়ে ফেলে অভির মামনি, ভয় ধারের ১১ লক্ষ টাকা ফেরত দেওয়া। অথচ বাড়িতে ঢুকে পড়ল উমা। মেনে নিতে অসুবিধে হলেও কিছুতেই ছেলেকে ছাড়তে চাইছে না মামনী। অভির মা উপাকে নতুন ঝড়ের স্পষ্ট ইঙ্গিত দিলেও এই লড়াইটা উমার নিজের। সে প্রতিটা পদে পদে নিজেকে ছোট হতে দেখছে, পাশে কেবল অভিমুন্যবাবুর ভরসা। এই সব উপেক্ষা করে উমাকে এগিয়ে যেতে হবে আগামীর পথে। খেলতে হবে, জিতে নিতে হবে নিজের সম্মান। বাবার স্বপ্ন পূরণ করতে হবে তাকে। 

সদ্য হাজারও ঝড় পেরিয়ে বিয়ে পর্ব মিটেছে উমার। বাড়ছে অভির প্রতি বিশ্বাস, বাড়ছে অভির প্রতি ভরসা, এমনই সময় বিয়ের পরের দিন ঘুম ভেঙেই উঠে দেখে যে অভি তার জন্য নিজে হাতে জলখাবার বানিয়ে রেখেছে, বাড়ির কেউ খায়নি, উমা খেয়েনেবে! মানতে পারে না সে, এদিয়ে সবটাই লুকিয়ে দেখছে আলিয়া। কিন্তু উমার কাছে এই সবটাই যেন স্বপ্ন। একটা সময় তার বাবা ঠিক যেমনটা চাইতেন, আজ যেন ঠিক তেমনটাই হচ্ছে তার সঙ্গে। 

আরও পড়ুন- Sreelekha Mitra: 'বক্ষের দিকে তাকানো বন্ধ হলেই ব্রা ছাড়া রাস্তায় বেরোবে মহিলারা', অকপট শ্রীলেখা

আরও পড়ুন- Zee Bangla Lakkhi Kakima: প্রমোতেই বাজিমাত, এবার হল অপেক্ষার ইতি, কবে থেকে শুরু লক্ষ্মী কাকিমা

আরও পড়ুন- এবার কি সবার সামনে রিনির মুখোশ টেনে খুলতে পারবে উর্মি, নাকি হারবে আবার

ধারাবাহিক (Uma Serial) শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা (Uma Coming Episode) । ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়। এরপরের পথ চলাটা ছিল বেশ কঠিন, দিদির বিয়ে দেওয়া বাড়িতে সংসারের দায়িত্ব এছাড়াও নিজের দায়িত্ব সবটা বুঝে  নিয়ে কোথাও গিয়ে যেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সেই উমার জীবনেই এবার নতুন পথচলা শুরু। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার