Baba O Baby : সত্যিই কি 'বাবা হওয়া এত সোজা নয়', ঠিক কতটা পাগল অবস্থা যীশুর, দেখে নিন ভিডিওতে

সিঙ্গল ফাদারের গল্প শোনাতে আসছেন যীশু সেনগুপ্ত। আগামী ৪ ফ্রেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'বাবা ও বেবি'। ছবির ট্রোলার দেখার পর থেকেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেল ছবির দ্বিতীয় গান 'বাবা হওয়া এত সোজা নয়'। গানের লেখক, সুরকার হলেন ওপার বাংলার গায়ক চমক হাসান। গানটি গেয়েছেন অনিন্দ্য। অনিন্দ ও চমকের যুগলবন্দি অন্য মাত্রা দিয়েছে গানটিকে।

Riya Das | Published : Jan 29, 2022 6:47 AM IST

যিশু সেনগুপ্ত। নামটা শুনলেই যেন নানা ধরনের চরিত্র চোখের সামনে ঘুরপাক খেতে থাকে। টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ তো বটেই এরা পাশাপাশি বলিমহলেও খুবই পরিচিত তিনি। অভিনয় যে তার সহজাত তা বারেবারে প্রমাণ দিয়েছেন তিনি।  একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার পুরোপুরি অন্য  চরিত্রে সিঙ্গল ফাদারের গল্প শোনাতে আসছেন যীশু সেনগুপ্ত। আগামী ৪ ফ্রেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'বাবা ও বেবি'। ছবির ট্রোলার দেখার পর থেকেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেল ছবির দ্বিতীয় গান 'বাবা হওয়া এত সোজা নয়'। গানের লেখক, সুরকার হলেন ওপার বাংলার গায়ক চমক হাসান। গানটি গেয়েছেন অনিন্দ্য। অনিন্দ ও চমকের যুগলবন্দি অন্য মাত্রা দিয়েছে গানটিকে।

সম্প্রতি যিশু সেনগুপ্ত ও সোলাঙ্কি অভিনীত ছবি  'বাবা ও বেবি'র নতুন গান'বাবা হওয়া এত সোজা নয়' মুক্তির পরই দর্শকমন কেড়ে নিয়েছে। বাবা হওয়া যে কতটা কঠিন তা পুরো গানের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। গানের মধ্যে যেখানে বাচ্চার দুধের বোতল ফোটাতে গিয়ে হাতে ছ্যাঁকা খেতেই ঘুমপাড়ানি মাসীর কথা মনে পড়েছে। বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য সবরকম প্রচেষ্টা করে যাচ্ছে যিশু। বাচ্চা সামলাতে সামলাতে নাজেহাল অবস্থা যিশু সেনগুপ্তর। বাচ্চা সামলানো যে কতটা ঝক্কির তা এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। রইল  'বাবা ও বেবি'র নতুন গান,

 

 

নতুন বছরের শুরুতেই 'বাবা ও বেবি'র প্রথম গান  'এই মায়াবী চাঁদের রাতে' গান মুক্তি পেয়েছিল। মুক্তির প্রথম সপ্তাহেই এক মিলিয়ন ভিউ ছাড়িয়েছিল ছবির গান।   সকলেই মজেছিলেন 'কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই'... এর তালে।  পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের এই ছবির হাত  ধরেই বড়পর্দাতে পা রাখলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। যীশু ও সোলাঙ্কির জুটি মন কেড়েছে নেটিজেনদের। ছবিতে একজন সিঙ্গল ফাদারের জীবনকেই তুলে ধরা হয়েছে। সন্তানের দন্য  মায়ের আত্মত্যাগ, বলিদান, কষ্টের কথা সকলেরই জানা কিন্তু একটা বাচ্চার জীবনে তার বাবার অবদান ঠিক কতটা থাকে, বাবা ও কি পারে একা হাতে সন্তানকে মানুষ করতে তা-ই দেখা যাবে  ছবিতে। ছবিতে সিঙ্গল ফাদার মেঘের ভূমিকায় অভিনয় করছেন যিশু সেনগুপ্ত ও বৃষ্টির চরিত্রে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী,  রেশমি সেন সহ প্রমুখরা। ছবির প্রযোজনায় রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আপতত ছবি মুক্তির দিন গুনছেন দর্শকরা।

Share this article
click me!