নিসপাল ব্যস্ত রান্নায়, কোয়েল ব্যস্ত আলোকসজ্জায়, সংসারের সমীকরণটা ঠিক এমনই

  • নিসপালের সঙ্গে করবা চৌথের উপস
  • কীভাবে কাটান এই বিশেষ দিন কোয়েল
  • সংসারে কীভাবে সব কাজ ব্যালান্স করেন এই জুটি
  • প্রকাশ্যে কোয়েলের অন্দরমহলের কাহিনি

পর্দার সামনে কোয়েল মল্লিকের সঙ্গে পরিচয় রয়েছে সকলেরই। কিন্তু কোথাও গিয়ে যেন পর্দার পেছনের কোয়েলের সঙ্গে খুব একটা পরিচিতি নেই ভক্তদের। অন্দরমহল ও বিনোদন জগতকে বরাবর আলাদা করেই দেখতে পছন্দ করেন কোয়েল। কাজ ও সংসার দুইয়ের মধ্যে ব্যালেন্স করাটা তাঁর রক্তে। ছোট থেকেই এমনই পরিবারে বড় হয়েছেন কোয়েল, যেখানে প্রতিমুহূর্তে বাবাকে দেখে এসেছেন কীভাবে দুদিক সমানতালে সামলেছেন। তবে কোয়েলের সংসারের সমীকরণটা বেশ খানিকটা আলাদা। 

 

Latest Videos

 

প্রতিবছরই নিসপালের সঙ্গে তিনি করবা চৌথের ব্রত পালন করেন নিয়ম মেনে। একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে এদিন তাঁরা ব্রতে সামিল হয়ে থাকেন। নিসপালের কথায়, কেবল একটি বিশেষ দিনের জন্য নয়, প্রতিটা সময়ই তিনি সকলের মঙ্গল কামনা করেন, আরোগ্য কামনা করেন। কোয়েল ও নিসপালের সংসার এক অদ্ভুত বন্ডিং-এ দাঁড়িয়ে। নিসপালের মতে কোনও কাজই ছেলেদের বা মেয়েদের হয় না। বাড়ির বিশেষ অনুষ্ঠানে যখন নিসপাল ব্যস্ত থাকেন রান্নায় তখনই হয়তো কোয়েল ব্যস্ত থাকেন বাল্ব লাগাতে, আলো দিয়ে বাড়ি সাজিয়ে তুলতে। 

 

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎ দিয়ে নিসপাল তাঁদের অন্দরমহলের এমনই এক ছবি তুলে ধরেছেন। অন্যবারের থেকে এবারের উৎসব তাঁদের পরিবারে দ্বিগুণ বেশি আনন্দের। কারণ পরিবারে এবার নতুন সংযজন তাঁদের পুত্র। তাকে নিয়েই এখন অধিকাংশ সময় কাটছে সকলের। নিসপালের কথায় তিনি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করেন। তাই পরিবারের ছোট ছোট কাজও তাঁরা ভাগ করে নিয়ে থাকেন। আর তা দিয়েই সাজানো কোয়েলের সংসার। 

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল