ঝাঁটা হাতে জিতের দিকে তেড়ে গেলেন কোয়েল, জেনে নিন কোয়েলের রাগের কারণ কী

Published : Mar 20, 2022, 02:01 PM ISTUpdated : Mar 20, 2022, 02:03 PM IST
ঝাঁটা হাতে জিতের দিকে তেড়ে গেলেন কোয়েল, জেনে নিন কোয়েলের রাগের কারণ কী

সংক্ষিপ্ত

কয়েক মিনিটের একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা দেশে সকল ভক্তের মনে একটাই প্রশ্ন, জিৎকে কেন ঝাঁটা মারতে গেলেন কোয়েল? কী এমন হল যে জিতের প্রতি বেজায় খাপ্পা নায়িকা। 

পরণে সবুজ তাঁতের শাড়ি। চুল পরিপাটি করে বাঁধা। কপালে সিঁদুর। মুখে মেকআপের লেশমাত্র নেই। গলায় সরু একটা চেন, হাতে দুগাছা চুরি। একেবারে ছিমছাম সাজে কোয়েল (Koel Mallick)। দরজায় বেল বাজতেই আবার তবে রে, বলে ঝাঁটা নিয়ে ধেয়ে গেল কোয়েল। কিন্তু, দরজা ঝাঁটা মারতে গিয়েই অবাক। দেখেন, দরজায় দাঁড়িয়ে সুট-বুট পরিহিত জিৎ (Jeet)। জিৎকে দেখে এবারে অবাক কোয়েল। মাথা নিচু করে চলে এলেন। বেলের শব্দ শুনে কোয়েলের মা এগিয়ে এসেছেন। কোয়েল চলে যেতে, তাঁর মায়ের সঙ্গেই কথা বললেন জিৎ। এমন কয়েক মিনিটের একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা দেশে সকল ভক্তের মনে একটাই প্রশ্ন, জিৎকে কেন ঝাঁটা মারতে গেলেন কোয়েল? কী এমন হল যে জিতের প্রতি বেজায় খাপ্পা নায়িকা। 

ঘটনাটি বাস্তবে নয়, বরং রিল লাইফের (Reel Life)। সম্প্রতি, কোয়েলের ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এমন সাদা মাটা সাজে দেখা গিয়েছে নায়িকাকে। অন্য দিকে, একেবারে নিপাট ভদ্রলোকের বেসে জিৎ। দৃশ্যটি সাত পাঁকে বাঁধা ছবির। কোয়েল ও জিতের হিট ছবিগুলোর মধ্যে এটি একটি। ছবিতে ১ বছরের জন্য কোয়েলকে কনট্রাক্স ম্যারেজ (Contract Marriage) করেছিলেন জিৎ। পরিবারকে আর্থিক সমস্যা থেকে রক্ষা করতে এই বিয়েতে রাজি হন কোয়েল। কিন্তু, বছর ঘুরতেই কোয়েলের গর্ভে আসে তাদের সন্তান। এরই মাঝে কোয়েলের প্রতি তৈরি হয়েছে জিৎ-র ভালোবাসা। কিন্তু, কোয়েন নিজের প্রতিশ্রুতির ব্যাপারে একাবের পাক্কা। তাই সব ভালোবাসা ভুলে সে বাড়ি ফিরে আসে। তবে, শেষে নানান ঘটনার মধ্যে মিল হয় দুজনের। রোম্যান্টিক ঘরানার ‘সাত পাকে বাঁধা’ (Saat Pake Badha) ছবিটি সে সময় বেশ মন কেড়েছিল দর্শকদের। ছবিতে জিৎ, কোয়েল ছাড়াও ছিলেন রঞ্জিত মল্লিক। 

তবে, এই প্রথম নয়, কেরিয়ারের শুরুতে একাধিক ছবির লিড চরিত্রে দেখা গিয়েছে দুজনকে।  তাঁদের জুটি দর্শকদের উপহার দিয়েছে বহু ছবি। এর মধ্যে ‘ঘাতক’, ‘দুই পৃথিবী’, ‘বেশ করেছি প্রেম করেছি’, ‘শুভ দৃষ্টি’ থেকে ‘বন্ধন’ রয়েছে বহু ছবি। একটা সময় জিৎ ও কোয়েলের ছবি মানেই ছিল সুপার ডুপার হিট (Super Duper Hit)। তবে, বর্তমানে দুজনেই ব্যস্ত নিজেদের আলাদা আলাদা প্রোডেক্ট (Project) নিয়ে।  

আরও পড়ুন- সব কাজ ছেড়ে আচমকা নিউ ইয়র্কে কী করছেন মালাইকা, লাস্যময়ীর ছবিতে কাঁপছে নেটপাড়া

আরও পড়ুন- হোলি সেলিব্রেশনের পর দরগায় পৌঁছালেন নুসরত, অনুরাগীদের জানালেন শবে বরাতের শুভেচ্ছা

​​​​​​​আরও পড়ুন- ঠোঁটে ঠোঁট লাগিয়ে প্রিয়ঙ্কাকে গাঢ় চুম্বন নিকের, ভাইরাল ভিডিওতে বেবি জোনাসকে খুঁজল নেটপাড়া
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার