কলকাতা নাইট রাইডার্সের ডাই হার্ড ফ্যান নীল, তবুও এই দলকে সমর্থন করলেন আবেগের বসে

  • আইপিএল শুরু হতেই বিভিন্ন তারকারা উৎসাহ এখন তুঙ্গে
  • নিজের পছন্দের টিমকে সমর্থন জানাতে সাহায্য নিয়েছেন সোশ্যাল মিডিয়ার
  • তেমনই কৃষ্ণকলী ধারাবাহিকের নায়ক নীলও জানালেন তাঁর পছন্দের টিমের কথা
  • তবে সমর্থন করলেন অন্য একটি দলকে

কৃষ্ণকলী ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের পছন্দের আইপিএল দল একটি তবে সমর্থন করলেন অন্য কাউকে। আইপিএল শুরু হতেই সাধারণ মানুষ সহ তারকাদের উচ্ছ্বাসও এখন আকাশছোঁয়া। সেই উচ্ছ্বাসের মাঝে কীকরে বাদ যায় টেলিপাড়া। তাই অভিনেতা নীল ভট্টাটার্যও একেবারে প্রস্তুত আইপিএল নিজের সমর্থন প্রকাশ করার জন্য। বাঙালি বলে কথা, কলকাতা নাইট রাইডার্সকেই সমর্থন করেন তিনি। 

আরও পড়ুনঃমাধুরীর পর এবার ঐশ্বর্যকে টেক্কা মনামীর, 'মন মোহিনী' হয়ে উঠলেন টলি সুন্দরী

Latest Videos

এ কথা নিজেই স্বীকার করে বললেন, তাঁর পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। এমনকি তিনি নাইট রাইডার্সের বড় ভক্ত। তবে যে দিন গুলি কলকাতার ম্যাচ থাকবে না সেই দিনগুলি তিনি ধোনির দল অর্থাৎ চেন্নাই সুপারকিংসকে সমর্থন করবেন। মহেন্দ্র সিং ধোনির প্রতি নীলের আবেগ সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট দলের কারণে। সেই আবেগ কোনও কারণে বেরিয়ে আসে আইপিএলের ময়দানেও। 

আরও পড়ুনঃপ্রায় ছয় ঘন্টা চলল জিজ্ঞাসাবাদ, NCB দফতর থেকে বেরলেন দীপিকা, সঙ্গে ছিলেন করিশ্মা

আরও পড়ুনঃশ্যুটিংয়ের ফাঁকে নিজের ভ্যানিটি ভ্যানে ড্রাগস নিতেন সুশান্ত, জেরায় মুখ খুললেন সারা-শ্রদ্ধা

যার জেরে তিনি চেন্নাই সুপার কিংসকে সমর্থন করবেন যে সময় কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকবে না। তবে এখন দেখার বিষয় হল যে দিন কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকবে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে খেলবে সেদিন নীল কোন দলকে সমর্থন করবেন। শহরের প্রতি ভালবাসা প্রকাশ পাবে নাকি ধোনির প্রতি ছেলেবেলার আবেগ সামনে আসবে।

Share this article
click me!

Latest Videos

ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari