Asianet News BanglaAsianet News Bangla

মাধুরীর পর এবার ঐশ্বর্যকে টেক্কা মনামীর, 'মন মোহিনী' হয়ে উঠলেন টলি সুন্দরী

  • মন মোহিনী গানে নিজের জলবা দেখালেন মনামী
  • গোলাপী রঙের লেহেঙ্গায় টেক্কা দিলেন ঐশ্বর্য রাইকে
  • মনামীর সৌন্দর্যের সাতকাহন এল প্রকাশ্যে
  • ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়
Monami Ghosh recreates Aishwarya Rai's Man Mohini ADB
Author
Kolkata, First Published Sep 26, 2020, 3:26 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

হাম দিল দে ছুকে সনম ছবিতে ঐশ্বর্য রাইয়ের এন্ট্রি হয়েছিল মন মোহিনী গানে। গানটি আজও সকলের মনের মণিকোঠায়। সেই গানেই এবার ভিডিও পোস্ট করলেন মনামী ঘোষ। গোলাপী রঙের লেহেঙ্গায় টেক্কা দিলেন ঐশ্বর্যকেও। আপাতত ব্রেকফ্রি মুডে রয়েছেন মনামী ঘোষ। দার্জিলিংয়ে ছুঁটে গিয়েছেন অভিনেত্রী। পাহাড়ি পরিবেশের মধ্যে শান্তি খুঁজছেন মনামী। যা শহর থেকে দূরে পাহাড়ের কোলে গিয়ে পেয়েছেন। প্রসঙ্গত, মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। 

আরও পড়ুনঃষাটের দশকের সাজপোশাকে 'ট্যুইস্ট' করে দেখালেন নীল, 'সৌদামিনীর সংসার'-র অভিনেতা হলেন ভাইরাল

কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা। সে কথা স্বীকার করেছেন খোদ অভিনেত্রীও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রহস্যভেদও করেন। ঘুরতে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে ভিডিওটি করেছিলেন। ক্যাপশনে দিয়েছিলেন, "বয়স দিন দিন যদি কারও কমে তাহলে সেটা মনামী।" ট্র্যাভেলিংই হল মনামীর বয়স ধরে রাখার সিক্রেট। শহর ছেড়ে ছুঁটে গিয়েছেন পাহাড়ের কোলে। পাহাড়ে নেই কোনও মন খারাপ। 

আরও পড়ুনঃ'অশালীন' পোশাক পরেছেন অদ্রিজা, এই ভুল ভাবনায় বিতর্ক নেটদুনিয়ায়

আরও পড়ুনঃকলকাতা নাইট রাইডার্সের ডাই হার্ড ফ্যান নীল, তবুও এই দলকে সমর্থন করলেন আবেগের বসে

যার জেরে সেখানেই গিয়েছেন তিনি। দার্জিলিংয়ের টি গার্ডেনে রয়েছেন তিনি। তবে কার সঙ্গে গিয়েছেন ঘুরতে সে বিষয় কিছুই খোলসা করেননি মনামী। সেখান থেকেই একের পর এক ছবি আপলোড করে চলেছেন মনামী। কখনও ম্যাগি খাওয়ার ছবি তো কখনও টি গার্ডেনে একান্তে বসে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আবার টয় ট্রেনের সামনে গিয়েও ফোটোশ্যুট অব্যাহত তাঁর।

Follow Us:
Download App:
  • android
  • ios