স্লিভলেস গ্লিটারস শিফনে 'হটনেস বম্ব', কোঁকড়ানো চুলের হটকে লুকে চেনা দায় 'শ্যামা'কে

  • সকলের প্রিয় শ্যামা এখন পুজোর ফোটোশুটে ব্যস্ত
  • নীল রঙের গ্লিটারস শাড়ি, স্লিভলেস ব্লাউজ যেন চেনাই দায় শ্যামাকে
  •  হট লুকের অবতারে শ্যামাকে দেখে বোল্ড আউট নেটিজেনরা 
  • মুহূর্তের মধ্যে লাস্যময়ীর ছবিতে কাঁপছে নেটদুনিয়া

প্রতিদিন সন্ধ্যে হতে না হতেই  শ্যামাকে দেখার জন্য মুখিয়ে থাকে একদল দর্শক। কালো চেহারার মিষ্টি মেয়েটির মধ্যে রয়েছে অনেক গুণ। ঢেউখেলানো চুল, লাল লিপস্টিক, আটপৌরে শাড়ি, কীর্তন গান-এই সবই যেন শ্যামার সঙ্গে যোগ্য সঙ্গত। শ্যামা আর বোল্ড অবতার। এ যেন পুরো বিপরীত। কিন্তু এবার বিপরীতেই বাজিমাত করেছেন সকলের প্রিয় শ্যামা ওরফে শ্যামা। শিফনের শাড়িতে তাকে যেন চেনাই দায়।

আরও পড়ুন-'ফাইট ফেলুদা ফাইট', অক্সিজেন লেভেল ঠিক রাখতেই 'বাইপ্যাপ' সাপোর্টে সৌমিত্র...

Latest Videos

সম্প্রতি নিজের ইনস্টা-তে ফোটোশুটের ছবি দিয়ে সকলের নজর কেড়েছেন ঘরোয়া শ্যামা। পরণে নীল রঙের গ্লিটারস শাড়ি,তার সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ, কোঁকড়ানো চুল-সব মিলিয়ে এ যেন অন্য শ্যামা। আদৌ এটা শ্যামা তো, এই প্রশ্ন ছবি দেখে নেটিজেনরা তুলছেন।

 


মাথায় ঘোমটা, মোটা চওড়া সিঁদুর, আটপৌরে শাড়ি এসব এখন অতীত। বাঙালির সকলের প্রিয় শ্যামা এখন পুজোর ফোটোশুটে ব্যস্ত। আর ফোটোশুটেই সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই পুরো ছবিই যেন বদলে গিয়েছে।  হট লুকের অবতারে নেটিজেনরা বোল্ড আউট। মুহূর্তের মধ্যে লাস্যময়ীর ছবিতে কাঁপছে নেটদুনিয়া। উপচে পড়ছে কমেন্ট সেকশনও। হবে নাই বা কেন ছাপোষা লুক ছেড়ে বোল্ড চমক দেখতেই ব্যস্ত ভক্তরা।

আরও পড়ুন-বেরিয়ে এল 'বেবিবাম্প', বিয়ের ৪ বছর পর মা হতে চলেছেন শাহিদের প্রাক্তন বান্ধবী...


দিন দুয়েক আগেই তৃতীয় বিবাহবার্ষিকীতে জমকালো উদযাপনের ছবি সকলের সঙ্গে শেয়ার করেছেন 'কৃষ্ণকলি'র শ্যামা। তৃতীয় বিবাহবার্ষিকীর থিম ছিল নীল। একে অপরের সঙ্গে রং মিলিয়ে নীল রঙে ডুব দিয়েছিলেন তিয়াশা ও সুবান। পরণে গাঢ় নীল রঙের শাড়ি, মাথায় অর্কিড, খোলা পিঠের স্লিভলেস ব্লাউজে যেন মোহময়ী অবতারে ধরা দিয়েছিলেন শ্যামা। সুবান কম কীসে, সেক্সি বউয়ের পাশে পাল্লা দিয়ে নীল পাঞ্জাবিতে নজর কেড়েছিলেন খলনায়ক। বিবাহবার্ষিকী সেলিব্রেশনে খলনায়কের সঙ্গে রীতিমতো মালাবদল সেরে একে অপরের সঙ্গে সারাজীবনের সঙ্গী হওয়ারও শপথ নিয়েছেন এই জুটি।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today