'কৃষ্ণকলি'র রাধারানির এ কোন রূপ, বৃষ্টিভেজা দিনে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী

Published : Aug 24, 2020, 11:34 PM ISTUpdated : Aug 25, 2020, 03:31 AM IST
'কৃষ্ণকলি'র রাধারানির এ কোন রূপ, বৃষ্টিভেজা দিনে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

কৃষ্ণকলি ধারাবাহিকের রাধারানির নয়া রূপ বৃষ্টিভেজা দিনে নিজেকে মেলে ধরলেন শ্রীময়ী চুপচুপে ভিজে অবস্থায় ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় হটনেসের পারদ চড়তেই ইন্টারনেট সেনসেশন হয়ে উঠলেন শ্রীময়ী

নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠছেন কৃষ্ণকলি ধারাবাহিকের খলনায়িকা রাধারানি ওরফে শ্রীময়ী চট্টোরাজ। তাঁকে দেখে একেবারে ঘাম ঝড়ার জোগাড় নেটিজেনের। এমন ট্রান্সফরমেশন সচরাচর দেখা যায় না। রাধারানির চরিত্রে থেকে শ্রীময়ীর আসল অবতার একেবারেই ভিন্ন। যারা জেরে তাঁকে প্রথমবার দেখে এক ঝলকে অনেকেই চিনতে পারে না। 

আরও পড়ুনঃআলিয়া-জাহ্নবীর পর এবার ঈশান-অনন্যা, চব্বিশ ঘন্টায় ডিজলাইকের রেকর্ড গড়ল 'খালি পিলি'

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়য়া পোস্ট করেছেন একটি হটশট ছবি। বৃষ্টিভেজা অবতারে দেখা গিয়েছে তাঁকে। পরণে জাম্পস্যুট। চুপচুপে ভিজে অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন শ্রীময়ী। যা দেখে চোখ কপালে উঠেছে দর্শকের। শ্রীময়ীকে দেখে নেটিজেনের মতামত তিনি যেকোন ধারাবাহিকের নায়িকাকেও হার মানাবেন নিজের হটনেসে। 

আরও পড়ুনঃস্বর্গের এক টুকরো এখন মনামিরই হাতে, মেলে ধরলেন নিজের স্বপ্নের পৃথিবী

আরও পড়ুনঃ'পাণ্ডব গোয়েন্দা'র টিম ভাই-বোনের মত, রোম্যান্স দেখানোর জায়গা নেই, মুখ খুললেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্য

প্রসঙ্গত, কৃষ্ণকলি ধারাবাহিক নিয়ে দিন কতক আগে গুজব ছিল তুঙ্গে। ভিভান এবং নীল ভট্টাচার্য কোভিডে আক্রান্ত হওয়ার পর গুঞ্জন শোনা যায় কৃষ্ণকলির প্রত্যেক অভিনেতা, অভিনেত্রীরাই নাকি আক্রান্ত হয়েছেন কোভিডে। পরে অবশ্য বিষয়টি গুজব বলেই জানা যায়। এবং বাকিদের সোশ্যাল মিডিয়া পোস্ট জুড়েও বঝা যায় তাঁদের কেউই করোনায় আক্রান্ত নন।

আরও পড়ুনঃমোনোকিনিতে মোনা, নিমেষে উষ্ণতার পারদ চড়ালেন সোশ্যাল মিডিয়ায়

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে