মোনোকিনিতে মোনা, নিমেষে উষ্ণতার পারদ চড়ালেন সোশ্যাল মিডিয়ায়

Published : Aug 24, 2020, 11:15 PM ISTUpdated : Aug 25, 2020, 03:34 AM IST
মোনোকিনিতে মোনা, নিমেষে উষ্ণতার পারদ চড়ালেন সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

ভক্তদের মনোরঞ্জনের জন্য সর্বদা তৈরি মোনালিসা অন্যান্য তারকাদের মতই মোনালিসাও নিজের নানা পোস্ট নিয়ে ব্যস্ত  সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মোনোকিনিতে মেলে ধরলেন নিজেকে ছবি আপলোড করতেই ভাইরাল হলেন ইন্টারনেট ক্যুইন

নেটদুনিয়ার সেনসেশন মোনালিসার নয়া ছবিতে নায়িকার প্রেমে হাবুডুবু খাওয়ার জোগাড় সাইবারবাসীরা। স্যুইমসুটে স্যুইমিং পুলের ধারে শুয়ে মোনালিসা। যদিও ছবিটি বেশ পুরনো। লকডাউনে পুরনো গ্যালেরি তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। কারণ একটাই, ভক্তদের বিনোদন। 

আরও পড়ুনঃ'পাণ্ডব গোয়েন্দা'র টিম ভাই-বোনের মত, রোম্যান্স দেখানোর জায়গা নেই, মুখ খুললেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্য

করোনা আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছে ছবি, সিরিয়াল ও ওয়েব দুনিয়ার সমস্ত কনটেন্টের শ্যুটিং। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে মোনালিসার ধারাবাহিক 'নজর'। ধারবাহিক যতই বন্ধ হোক, মোনা জানেন তাঁর ফলোয়াড়দের কীভাবে মনোরঞ্জন করতে হয়। মাল্টিকালারের স্যুইমওয়ের পরে স্যুইমিং পুলের ধারে বসা ছবিতে ক্যাপশনে লেখা, ওয়াটারবেবি। 

আরও পড়ুনঃআলিয়া-জাহ্নবীর পর এবার ঈশান-অনন্যা, চব্বিশ ঘন্টায় ডিজলাইকের রেকর্ড গড়ল 'খালি পিলি'

আরও পড়ুনঃস্বর্গের এক টুকরো এখন মনামির হাতে, মেলে ধরলেন নিজের স্বপ্নের পৃথিবী

তিনি যে জলে থাকতে ভীষণই পছন্দ করেন, তা মোনালিসার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাটলেই প্রমাণ হয়। লকডাউনের মাঝেও একের একের পর এক পোস্টে ভক্তদের বিনোদনের জোগান দিচ্ছেন নায়িকা। ভোজপুরী সেনসেশন হোক বা বাংলার ঝুমা বৌদি, জনপ্রিয় ইন্টারনেট সেনসেশনের মধ্যে মোনালিসা অবশ্যই একজন। মোনা নিজের পোস্টে সকলকে বার্তা দিয়ে সতর্ক করলেন যে বাড়িতেই থাকতে, প্রয়োজন না থাকলে কাউকে বাড়ি থেকে বেরতে বারণ করলেন তিনি।  

আরও পড়ুনঃ'কৃষ্ণকলি'র রাধারানির এ কোন রূপ, বৃষ্টিভেজা দিনে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী

 

PREV
click me!

Recommended Stories

আদপে কী করেন হিরণের প্রথম স্ত্রী! হিরণের সঙ্গে আলাপই বা হয় কোথায়?
'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?