কীসে সবচেয়ে বেশি নেশা থাকে, উত্তর রয়েছে 'কৃষ্ণকলি'র কাছে

  • কোন জিনিসে নেশা সবচেয়ে বেশি থাকে
  • উত্তর রয়েছে 'কৃষ্ণকলি'র কাছে
  • ভিডিওতে জবাব দিলেন তিয়াশা
  • নিমেষে ভাইরাল টেলি সুন্দরী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি' নিয়ে দর্শকমহলের উত্তেজনা সর্বাদই তুঙ্গে। উত্তেজনার কারণ অবশ্যই ধারাবাহিকের প্রধান অভিনেতা অভিনেত্রী। তিয়াশা রায় এবং নীল ভট্টাচার্যকে নিয়ে দর্শকদের উৎসাহ মাত্রাছাড়া। তাঁদের নিয়ে একের পর এক ফ্যানপেজ তৈরি হয়। যার জেরে দু'জনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নজর সরে না কারও। সোশ্যাল মিডিয়াতেই এবার পোস্ট করলেন নিজের মজার ভিডিও। যেখানে তাঁকে একটি মজার লাইনে লিপসিঙ্ক করতে দেখা গিয়েছে।

কোন জিনিসে সবচেয়ে বেশি নেশা থাকে। তিয়াশার মতে পড়ার বইতেই সবচেয়ে বেশি নেশা থাকে। যার কারণে বই খুললেই ঘুম চলে আসে। ভিডিওতে তাঁর কিউটনেস যেন অন্ত নেই। এমনটাই বলছে তাঁর ভক্তরা। পুজোর মধ্যে তিয়াশার বিভিন্ন ছবি ভিডিও প্রকাশ্যে আসে। তিয়াশার সোশ্যাল মিডিয়া ফ্যান অ্যাকাউন্ট থেকেই পাওয়া যায় নানা তথ্য। সম্প্রতি সেই অ্যাকাউন্টে নজর রাখতেই ধরা পড়েছিল তিয়াশার প্লেডেট। অনস্ক্রিন স্বামী নাকি অফস্ক্রিন স্বামী, তিয়াশার প্লেডেট কে, এই নিয়ে নেটদুনিয়ায় চলছে দ্বন্দ্ব। ইনস্টাগ্রাম রিল ভিডিও করে পোস্ট করেছেন তিয়াশা। ব্যাকগ্রাউন্ডে প্লেডেট গানটি। এই পপ গানটি নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। 

Latest Videos

আরও পড়ুনঃকত বড় হল ইউভান, শুভশ্রী নয়, অন্য কারও কোলে ছেলে, ছবি পোস্ট রাজের

 

সোশ্যাল মিডিয়ায় এর বহু টিকটক ভিডিও পোস্ট হয়েছিল এক সময়। এখন রিল ভিডিও পোস্ট করে চলে একাধিক নেটিজেনরা। নেটদুনিয়ার এই ট্রেন্ডে গা ভাসালেন তিয়াশা। প্লেডেটের সঙ্গে একটি ভিডিও করেছেন তিয়াশা। লাল রঙের কোট ভিতরে কালো জামা। শর্ট হেয়ারকাটে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সেই ভিডিও পোস্ট করতেই তাঁকে ভক্তরা প্রশ্ন করে চলেছে, তাঁর প্লেডেট আসলে কে। অনস্ক্রিন স্বামী নীল ভট্টাচার্য নাকি অফস্ক্রিন স্বামী সুবান। অবশ্য তাঁর দুই স্ক্রিনের স্বামীর সঙ্গে তিয়াশাকে দেখতে পছন্দ করে দর্শকমহল।  

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury