কত বড় হল ইউভান, শুভশ্রী নয়, অন্য কারও কোলে ছেলে, ছবি পোস্ট রাজের
ইউভানের প্রথম পুজো বেশ ভালই কেটেছে। করোনা আবহে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবাকে হারিয়ে বাবা হয়েছে রাজ চক্রবর্তী। সুখ-দুঃখ মিলিয়ে ইউভান এখন তাঁদের জীবনে আলোয় আলোকিত করে দিয়েছে। সত্যি কথা বলতে ইউভানের মত শান্ত ছেলে খুব কমই দেখা যায়। এমনটাই বলছে ভক্তরা। কোনও আওয়াজ নেই মুখে, বেশি ছটফটেও নয়, 'মমি' শুভশ্রীকে একেবারেই বিরক্ত করে না সে।

মাস খানেক বয়স হতেই পুজোর আনন্দে মেতে উঠেছিল ইউভান। সবচেয়ে ছোট পাঞ্জাবী, ধুতি পরে দেখে গদগদ নেটিজেনরা।
একের পর এক সাইবারবাসীরা লিখে চলেছে 'অ্যাডোরেবল'। ইউভানকে এক কথায় অ্যডোরেবল বললেও কমই বলা হবে।
ইউভানের মিষ্টতার পাশাপাশি সকলের নজর যাচ্ছে অন্যদিকেও। রীতিমত তাড়াতাড়ি বড় হয়ে উঠছে ইউভান।
সম্প্রতি রাজ ছেলের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে ইউভানকে শুভশ্রীর কোলে দেখা যায়নি।
রাজের ভাগ্নীর কোলে খেলছে ইউভান। বড় বড় চোখে তাকিয়ে রয়েছে বাবার দিকে।
সেই ছবিগুলি দেখেই ভক্তদের কথায়, বেশ তাড়াতাড়ি বেড়ে উঠছে টলিউডের জনপ্রিয় স্টারকিড।
প্রসঙ্গত, পুজোয় সাদা রঙের ধুতি পাঞ্জাবীতে কালো পাড় দেওয়া ধুতিতে ইউভানকে দেখা গিয়েছে।
শুভশ্রীর দিদির বাড়িতেই এই বছরই প্রথমবার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে।
সমস্ত নিয়মাবলী মেনেই, স্যানিটাইজেশন করে সম্পন্ন হয়েছে পুজো। সেখানেই মা-বাবার সঙ্গেই হাজির হয়েছিল ইউভান।
সেখানে অধিকাংশ সময়ই ঘুমিয়ে কাটিয়েছে ছোট্ট ইউভান। পুজোর মধ্যে সকলের চোখ গিয়েছিল ইউভানের উপরেই।