পুত্রসন্তানের জন্মদিলেন মধুবনী গোস্বামী, সদ্যজাতের ছবি শেয়ার করলেন রাজা

Published : Apr 10, 2021, 12:29 PM IST
পুত্রসন্তানের জন্মদিলেন মধুবনী গোস্বামী, সদ্যজাতের ছবি শেয়ার করলেন রাজা

সংক্ষিপ্ত

সুখবর শোনালেন টলিউড জুটি মধুবনী-রাজার ঘরে নতুন সদস্য  পুত্র সন্তানের জন্মদিলেন অভিনেত্রী  ছবি শেয়ার করলেন রাজা 

টলিউডে খপশির হাওয়া। মধুবনীর কোল আলো করে ঘরে এলো পুত্র সন্তান। পরিবার এবার দুই থেকে তিন। টেলি দুনিয়ার জনপ্রিয় স্টার জুটি রাজা ও মধুবনী সবাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সব আপডেট খবর, সবার আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তাঁরা। মধুবনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরও চাপা থাকে না, রাজা নিজেই শেয়ার করেছিলেন সুসংবাদ। 

আরও পড়ুন- সলমনের চোখ রাঙানি ভুলে কেরিয়ারে ঝড় জাহ্নবীর, তবে কি ইতি মালাইকা পর্ব 

সাদগ্রহণ থেকে শুরু করে বেবিবাম্পের ছবি শেয়ার। একের পর এক আপডেট ভক্তদের দিয়ে এসেছেন তাঁরা। তাই তালিকা থেকে বাদ পড়ল না সদ্য জাত সন্তানের ছবিও। হাসপাতাল বেডে শুয়ে মধুবনী, পাশেই সদ্যজাত সন্তান। ছবি শেয়ার করে জানালেন রাজা, ভদ্রলোক এলেন। মুহূর্তে এই পোস্ট ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

 

/p>

শুভেচ্ছার বন্যায় ভরতে থাকে সোশ্যাল মিডিয়া। মধুবনী বেশ কিছু বছর ধরেই মুখ ফিরিয়েছেন টলিপাড়া থেকে। চুটিয়ে সংসার করছেন তিনি। বর্তমানে খড়কুটো ধারাবাহিকে কাজ করছেন রাজা। তবে এখন তিনি ছুটিতে। সন্তান ও মা দুজনেই সুস্থ আছেন। পরিবারে শুশির বন্যা। হাসি মুখে ফ্রেমবন্দি রাজা-মধুবনী ও তাঁদের সদ্যজাত সন্তান। 

PREV
click me!

Recommended Stories

আসছে দেব-শুভশ্রীর সপ্তম ছবি, ছবির কথা ঘোষণা করে রাজ-রুক্মিণীকে নিয়ে বিশেষ অনুরোধ দেশু জুটির
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে