গোটা শরীরে কেবলমাত্র 'খবরের কাগজ', এ কোন অবতারে ধরা দিলেন মধুমিতা

Published : Nov 22, 2020, 02:56 PM IST
গোটা শরীরে কেবলমাত্র 'খবরের কাগজ', এ কোন অবতারে ধরা দিলেন মধুমিতা

সংক্ষিপ্ত

সারা শরীরে জড়ানো খবরের কাগজ ফ্যাশনের ভিন্ন ভাষা নিয়ে ভিডিও পোস্ট মধুমিতা সরকারের ক্যাজুয়াল জিনস টিশার্ট ছেড়ে এ কোন অবতারে অভিনেত্রী টলি ডিভার টিপস পেতে ব্যস্ত অনুরাগী

সারা শরীরে মধুমিতা সরকার জড়িয়ে রেখেছেন খবরের কাগজ। তবে এই খবরের কাগজ সেই খবরের কাগজ নয়, যার দিকে চোখ রেখে রোজ সকালের এক কাপ চায়ে আমরা চুমুক দিই। এই খবরের কাগজের সঙ্গে মিল রয়েছে ফ্যাশনে। ফ্যাশন ওয়ার্ল্ডের খবরের কাগজে গোটা শরীরে পেঁচিয়ে ফেলেছেন টলিউডের এই ডিভা। 

সেই পোশাকে ভিডিও পোস্ট করেছেন তিনি। এক বিজ্ঞাপনের ভিডিওতেই ণএন পোশাকে দেখা গিয়েছে তাঁকে। একটি সিল্কের ওয়ান অফ শোল্ডার ড্রেসে মধুমিতার চমক। গোটা ড্রেসটির মাথা থেকে পা পর্যন্ত চারিদিকে প্রিন্ট করা খবরের কাগজের মত। মধুমিতা সর্বদাই স্বল্প মেকআপেই বিশ্বাসি। এই পোশাকের সঙ্গেও অল্প মেকআপেই ধরা দিয়েছেন তিনি। ওয়ান অফ শোল্ডারের পোশাকের সঙ্গে একটি বেল্টও নিয়েছেন তিনি। 

আরও পড়ুনঃবিয়েটা এবার সেরেই ফেলছেন কৌশানি-বনি, টলিউডের দুই আরও বড় তারকার নামও জুড়ল তালিকায়

 

ফ্যাশনের সঙ্গে ফিউশন খেলার নিয়মকানুন মধুমিতার একেবারে নখদর্পণে। বিজ্ঞাপনটি পোশাক নিয়ে না হলেও দৃষ্টি আকর্ষণ করছেন মধুমিতার এই নিউজপেপার প্রিন্টের ড্রেস। ইতিমধ্যেই তাঁর মত এই ক্যাজুয়েল অথচ ক্লাসি ড্রেসিং সেন্সের টিপস চাইতে ব্যস্ত নেটিজেনরা। মধুমিতার জনপ্রিয়তা টলিউডে ডেবিউ করা থেকে নয়। ছোটপর্দায় কাজ করার সময় থেকেই তাঁকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা কম ছিল না। এখন অবশ্যই তা বেড়ে গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার