পুজোর সেলফিতে 'Click'মধুমিতার, স্লিভলেসে ফিউশনে 'বম্বশেল' ফ্যাশনিস্তা

  • শুরু হয়েও গেছে পুজোর প্রস্তুতি
  • পুজোর সেলফিতে ক্লিক বাঙালি হটনেস বম্ব মধুমিতার
  • নীল শাড়িতেই উষ্ণতার পারদ চড়িয়েছেন পাখি
  • দেশি গার্লের এহেন অবতারে ঘুম উড়েছে ভক্তদের

দূর্গাপূজা শুরু হয়ে গেছে। আজ চতুর্থী। সকলেই পুজোর আনন্দে মেতে উঠেছেন, শুরু হয়েও গেছে পুজোর প্রস্তুতি। করোনা আবহে পুজোর রং ফিকে হলেও সকলেই পুজোর আনন্দে মাতোয়ারা। পুজো ফ্যাশনে কে কাকে টেক্কা দেবে তা নিয়েও চলছে হাড্ডাহাড্ডি। একের পর এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছেন বাঙালি অভিনেত্রী মধুরিতা সরকার। পুজোর আগেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন তাতে এবার বলি অভিনেত্রীদেরও হার মানাবেন বাঙালি অভিনেত্রী । 

আরও পড়ুন-প্রেমে পাগলামি না থাকলে উষ্ণতাকে লোকে বলবে 'পর্ণোগ্রাফি', ঠোঁট ঠাসা চুমুতে অকপট স্বস্তিকা...

Latest Videos

পরণে নীল শাড়ি সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ, কানে তিন ঝালোরের ঝুমকাতেই সেলফিতে ক্লিক করেছেন মধুমিতা। সেলফিতে ক্লিক করেই ইনস্টা-তে পোস্ট করেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেশি গার্লের এহেন অবতারে ঘুম উড়েছে ভক্তদের।

 

 

ছিমছাম সেক্সি চেহারাই প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন ছোটপর্দার সেই পাখি কিংবা ইমন।  প্রতিদিনই নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। সাহসী ফোটোশুট থেকে ভিডিওতে ভক্তদের পাগল করে দিচ্ছেন টলি ডিভা।মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ। একের পর এক ছবিতে লাস্যময়ীকে দেখলে যে কেউই ভিরমি খাবে। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ। দর্শক ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। বাঙালি হটনেস বম্ব প্রতিদিনই নিজের  কোনও না কোনও ছবি ইনস্টা-তে পোস্ট করে থাকেন। মুহূর্তের মধ্যে নেটিজেনদের চোখ কপালে উঠছে অভিনেত্রীকে দেখে। নীল শাড়িতেই উষ্ণতার পারদ চড়িয়েছেন অভিনেত্রী। যা দেখে কমেন্ট ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতা।
 

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?