'বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তাঁর অভাব বোধ করব', অভিষেকের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক একজন প্রতিভাশালী এবং বহুমুখী অভিনেতা ছিলেন, বাংলার মানুষ তাঁর অভাব বোধ করবেন বলে জানিয়েছেন মমতা। প্রয়াত অভিনেতার পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

সাত সকালে শোকের ছায়া টলিপাড়ায় (Tollywood)। প্রয়াত বাংলার কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। তাঁর মৃত্যুর খবর সামনে আসার পরই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক একজন প্রতিভাশালী এবং বহুমুখী অভিনেতা ছিলেন, বাংলার মানুষ তাঁর অভাব বোধ করবেন বলে জানিয়েছেন মমতা। প্রয়াত অভিনেতার পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। রিয়েলিটি শো-এর শুটিং (Shooting) নিয়ে বুধবার সকাল থেকেই ব্যস্ত ছিলেন তিনি। এতটাই ব্যস্ত ছিলেন যে ঠিক করে জল খাওয়ার সময় পর্যন্ত পাননি। সেই কারণে তাঁর শরীর আরও অসুস্থ হয়ে পড়ে। ডিহাইড্রেশন (Dehydration) থেকেই অসুস্থ হয়ে পড়েন বুধবার রাতে। তারপর বাড়ি ফিরে বুকে ব্যথা অনুভব করেন। তবে সেটাকে খুব বেশি গুরুত্ব দেননি তিনি। এরপর রাতের (Dinner) খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যান। তারপর আজ সকালে ঘর থেকে তাঁর নিথর দেহ পান পরিবারের সদস্যরা। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালটা এভাবে শুরু হবে ভাবতেই পারেননি পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন সবাই। 

Latest Videos

আরও পড়ুন- 'ভাবতেই পারছি না অভিষেক আর নেই', প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন লাবনী সরকার

 

তাঁর মৃত্যুতে আজ সকালে টুইটারে শোকপ্রকাশ করেন মমতা। তিনি লেখেন, "অল্পবয়সে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুর খবরে ব্যথিত। অভিষেক একজন প্রতিভাশালী এবং বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, ওঁর অভিনয়ে যার ইঙ্গিত মেলে। আমরা ওঁর অভাব বোধ করব। টেলিভিশন সিরিজ এবং আমাদের চলচ্চিত্র জগতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওঁর পরিবার এবং বন্ধু-বান্ধবদের সমবেদনা জানাই।"

আরও পড়ুন- বাড়িতেই রয়েছে অভিষেকের নিথর দেহ, স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অভিনেতা স্ত্রী

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি 'পথভোলা' দিয়ে সিনেমায় যাত্রা শুরু। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল, 'দহন', 'বাড়িওয়ালি', 'মধুর মিলন' , 'মায়ের আঁচল', 'আলো','নীলাচলে কিরীটি'। শুধু বড় পর্দাই নয়, ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। 

আরও পড়ুন- ফের নক্ষত্রপতন, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

বাংলা চলচ্চিত্রের একটা সময় বক্স অফিস টানা হিরো ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Actor Abhishek Chatterjee Passes Away)। নব্বই-এর দশকে যদি বাংলা মশালা ছবিতে বক্স অফিসে লক্ষ্মী টানায় প্রসেনজিত-ঋতুপর্ণা সেনগুপ্ত হন এক নম্বর জুটি তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)।  এহেন অভিষেক চট্টোপাধ্যায় মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন যা বিনোদন জগতের জন্য বড় ক্ষতি। এই মুহূর্তে তার নিথর দেহ বাড়িতেই রয়েছে। আজই অভিনেতা শেষকৃত্য সম্পন্ন হবে। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today