মমতার জন্মদিনে শুভেচ্ছা মিমি-নুসরতের, মমতাকে মা-দিদি সম্বোধনে দুই সাংসদ

Published : Jan 06, 2020, 01:12 PM IST
মমতার জন্মদিনে শুভেচ্ছা মিমি-নুসরতের, মমতাকে মা-দিদি সম্বোধনে দুই সাংসদ

সংক্ষিপ্ত

মমতার জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরল নেট দুনিয়ায় রবিবার বিশেষ বিশেষ জায়গায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায় জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন মিমি-নুসরত মা বলে মম্বোধন নুসরতের

রবিবার মুখোমন্ত্রীর জন্মদিনে ভাসল গোটা শহর কলকাতা। শুভেচ্ছা বার্তায় ভরতে থাকল সোশ্যাল মিডিয়ার পাতা। রবিবার সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ শুভেচ্ছা জানাতে থাকেন সাংসদেরাও। সেই তালিকা থেকে বাদ পড়েননি মিমি ও নুসরতও। গত বছরই এই দুই তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাত ধরে এসেছেন রাজনীতির পথে। বিপুল ভোটে জয় লাভ করে দুই এখন সংসদের সদস্য। 

 

 

মমতা বন্দ্যোপাধ্যায় মিমি ও নুসরতকে সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই সুযোগ পাওয়া মাত্রই তা মাথা পেতে নিয়েছিলেন তাঁরা। দুজনের মধ্যে কেইউ জানতেন না যে তাঁদের নাম থাকতে চলেছে ভোটার তালিকাতে। অবশেষে তাঁরা জয় লাভের পর নয়া মোড় নেয় এই দুই অভিনেত্রীর জীবনে। বাড়ে দ্বায়িত্ব। 

 

 

রাজনৈতিক মহলে দিদি মানেই প্রতিবাদের সুর। জন্মদিনে নুসরত জাহান সোশ্যাল মিডিয়াতে জানান, তাঁর জীবনে মুখ্যোমন্ত্রী মায়ের মতন। মাননীয়া মুখ্যোমন্ত্রীকে জানান জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুস্বাস্থ্যের কামনাও কেরন তিনি। অন্যদিকে মিমি চক্রবর্তীও জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানান। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?