'মাস্ক থুতনিতে পরার জিনিস নয়', সাংসদ-অভিনেত্রী মিমির কোভিড নিয়ে কড়া বার্তা

  • লন্ডনে চলছিল মিমি-জিতের 'বাজি' ছবির শ্যুটিং
  • সম্প্রতি বিদেশের শ্যুট শেষ করে দেশে ফিরছেন তাঁরা
  • তার আগেই লন্ডনে রাস্তায় মাস্ক নিয়ে জারি করলেন সতর্কবার্তা
  • করোনা আবহে নিজেকে সুরক্ষিত রাখার গুরত্ব বোঝালেন সাংসদ-অভিনেত্রী

Asianet News Bangla | Published : Oct 20, 2020 6:25 PM IST / Updated: Oct 21 2020, 03:32 AM IST

লন্ডনে জোর কদমে চলছিল মিমি চক্রবর্তীর আগামী ছবি 'বাজি'র শ্যুটিং। সেখানেই শ্যুটিংয়ের ফাঁকে ফোটোশ্যুট, লাইভ ভিডিও চলছিল মিমির। লাইভ ডিওতে ভক্তদের সঙ্গে কথা বললেন মিমি। লন্ডনের রাস্তায় তাঁকে মাস্ক ছাড়া লাইভ করতে দেখে প্রশ্ন তুলেছিল নেটিজেন। তাতে মিমি প্রশংসা করে বলেন, "এই প্রশ্নটা করা উচিত ছিল। আপাতত আমার আশপাশে কোনও মানুষজন নেই বলেই আমি মাস্ক পরিনি। থাকলে অবশ্যই পরতাম।" 

এবার মাস্ক নিয়ে সতর্কবার্তা দিলেন মিমি। থুতনিতে মাস্ক পরে তিনি সকলকে বলেন, "মাস্ক থুতনিতে পরার জিনিস নয়।" অর্থাৎ অবিলম্বে এই কাজটি অভ্যেসটি ত্যাগ করতে হবে। পরের একটি ইনস্টা স্টোরিতে মাস্ক সঠিকভাবে পরে লেখেন, মাস্ক এভাবে পরা উচিত। 

আরও পড়ুনঃসৃজিত-মিথিলা সংসারে নতুন দুই সদস্য, সুখবর দিলেন বাংলাদেশি সুন্দরী

আরও পড়ুনঃমনামীর 'আফ্রিন' চতুর্থী, পুজোর শুরুতেই প্রেমে পড়লেন টলি নায়িকা

নিঃশ্বাস নিতে কষ্ট হলেও এভাবেই নিজের সুরক্ষার্তে পরা উচিত মাস্ক। সম্প্রতি এক পোস্টেও দিয়েছিলেন ভিন্ন বার্তা। হিংসা নিয়ে এই বার্তা ছিল মিমির। একটি পোস্টের মাধ্যমে লিখলেন, "জীবন খুবই ছোট, হিংসার জন্য কোনও সময় নেই।" মিমির এই পোস্টে কেবল পজিটিভিটির ছোঁয়া। যা দেখে প্রশংসায় ভরেছিল সোশ্যাল মিডিয়া।

Share this article
click me!