বিজয়ার শুভেচ্ছার সঙ্গে ধুনুচি নাচে বাজিমাত মিমির, আবেগে ভাসছে ভক্তরা

 

  •  অভিনয়ে-প্রতিবাদে সবার আগে সাংসদ মিমি চক্রবর্তী 
  • এবার তিনি  বিজয়া দশমীতে ধুনুচি নাচে মেতে উঠলেন 
  •   মাস্ক পরে মিমি হাতে  ঢাকের তালে মন ভরিয়ে দিলেন 
  • সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছাও জানালেন মিমি চক্রবর্তী 

Asianet News Bangla | Published : Oct 26, 2020 12:36 PM IST

যেমন অভিনয়ে তিনি আছেন, তেমনি প্রতিবাদে। তিনি সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমীতে ধুনুচি নাচে হলেন ভাইরাল। নতুন পোশাকে মাস্ক পরে মিমি হাতে ধুনুচি নিয়ে ঢাকের তালে মন ভরিয়ে দিলেন সবার।

আরও পড়ুন, বিজয়ার শুভেচ্ছার সঙ্গে ধুনুচি নাচে বাজিমাত মিমির, আবেগে ভাসছে ভক্তরা


নিউ নর্মাল পুজোতেও মিমি কোভিড বিধি মেনে ঢাকের তালে মেতে উঠলেন। আর সেই ভিডিও আপলোড হতেই ভাইরাল হল মুহূর্তে। ধুনুচি নাচের সঙ্গে তিনি সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছাও জানালেন। উল্লেখ্য, আজও মিমির ভক্তরা তাঁকে চোখে হারান গানের ওপারের পুপেকে। এখনই যেন সদ্য এসেছে জলপাইগুড়ি থেকে। ঠিক ততটাই যেন শুরু মতোই স্বতস্ফূর্তই আছেন মিমি।
 

আরও পড়ুন, মহানগর জুড়ে মনখারাপ, কবে আসবে আবার মা দুর্গা

 

অপরদিকে, সোমবার মহাদশমী শহরজুড়ে প্রায় ১৮০০ প্রতিমার বিসর্জন। প্রতিবছর রেড রোড থেকে শোভাযাত্রা করে বাছাই করে কয়েকটি বারোয়ারি পুজোর প্রতিমা ভাসানের জন্য় নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। কিন্তু করোনার জন্য পুজো কার্নিভাল বাতিল করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই ভাসানের আগে ঠাকুর দেখা বা ভাসান দেখার কোনও সুযোগ থাকল না সাধারণ দর্শনার্থীদের।

 

 

Share this article
click me!