মিমির স্বপ্ন এবার সফলের পথে! নয়া লুকে ধরা দিয়ে খবর শেয়ার করলেন সাংসদ

নয়া লুকে হাজির মিমি চক্রবর্তী

আবার তিনি ফিরছেন বিনোদন জগতে

ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন তিনি নিজেই

পূরণ হতে চলেছে তাঁর স্বপ্ন, জানালেন মিমি

বেশ কয়েকদিন ধরে মিমি চক্রবর্তীর ভক্তদের মন ভরাতে অক্ষম ছিলেন তাঁদের প্রিয় নায়িকা। কারণ সামনেই তখন লোকসভা নির্বাচন। ফলে লাইট-ক্যমেরা অ্যাকশন ছেড়ে নায়িকা তখন ব্যস্ত ছিলেন ভোটের প্রচারে। তারপর নির্বাচনী ফলাফল, সাংসদ, পার্লামেন্ট, কয়েকদিনের মধ্যেই অনেক কিছু সাক্ষী থেকেছেন তাঁর ভক্তরাও। তবে এপ্রিল মাসের পর হট লুকে সেভাবে আর ধরা দেননি মিমি চক্রবর্তী। 

আরও পড়ুনঃ সিরিয়ালের নয়, বাস্তবের রাণু গান গেয়ে কত টাকা পেল জানলে চমকে যাবেন সকলে

Latest Videos

সেই আশ এবার মিটল দর্শকদের। সম্প্রতিই মিমি চক্রবর্তীর নয়া লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা মাত্রই তা ভাইরাল হল নেট দুনিয়ায়। কেবল তাঁর ভক্তদের স্বপ্নই খানিক বাস্তব হল এমনটা নয়, সঙ্গে স্বপ্ন পুরনের কথা জানালেন খোদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার সোশ্যার মিডিয়ায় জানালেন, অবশেষ আসছে চলেছে আমার স্বপ্নের প্রজেক্ট। 

আরও পড়ুনঃ প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক, কৌতুকাভিনয় থেকে ভিলেন, ছিলেন সাবলীল

বর্তমানে তিনি রয়েছেন দেশের বাইরে। বেশ কয়েকটি জরুরী মিটিং নিয়ে ব্যস্ত তিনি। তবে কী কোনও নতুন ছবির খবর আসতে চলেছে! এই প্রসঙ্গে যখন জোড় জল্পনা চলছে, ঠিক তখনই নিজেই কৌতুহল মেটালেন মিমি। জানালেন, তিনি নিয়ে আসছে চলেছে তাঁর প্রথম ইউটিউব চ্যানেল। বর্কমানে সেলিব্রিটিদের নিজস্ব ইউটিউব চ্যানেল হওয়াটা যেন ফ্যাশন হয়েই দাঁড়িয়েছে। ভক্তদের কাছে সরাসরি পৌঁচ্ছে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। কেউ নিয়ে হাজির হচ্ছেন ফিটনেস টিপস, কারুর ছুলিতে আবার বিউটি টিপস। তবে মিমি চক্রবর্তী নিজের চ্যালেনের মাধ্যমে কোন বিষয়টি তুলে ধরবেন তা এখনও স্পষ্ট করে বলেননি তিনি।

 

 

রাজনীতির ময়দানে বেশ কিছু দিন ধরে ব্যস্ত থাকার পর  এবার তিনি ফিরলেন চেনা ছন্দে। প্রথম লুকে সেই বিষয়টাই বেশি স্পষ্ট হয়েগেল। যাদবপুরের দেখভাল তো রয়েইছে, সঙ্গে আশায় রয়েছেন গোটা বাংলার মানুষ তাঁকে বিনোদন জগতে কবে দেখা যাবে আবার। সে বিষয় খোলসা করে বলেননি কিছুই নায়িকা। তবে তাঁর লুক প্রকাশ্যে আসায় দর্শকেরা বেজায় খুশি। 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News