আর মাত্র একদিনের অপেক্ষা, পর্দা কাঁপাতে আসছে মাসি-বোনঝি জুটি

কাউন্টডাউন শুরু। আর মাত্র একদিনের অপেক্ষা। আসছে মাসি-বোনঝি জুটি, সাথে ভালবাসা-ঝগড়া আর একটু খুনসুটি। এতক্ষণে সকলেই বুঝে হেছেন কাদের কথা বলা হচ্ছে। তিতলি ও মিনি আসতে চলেছে আগামী ৮ এপ্রিল।  দোলপূর্ণিমার পুণ্য তিথিতেই প্রকাশ্যে এসেছিল মৈনাক ভৌমিক পরিচালিত 'মিনি' ছবির অফিশিয়াল পোস্টার। যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল অফিসিয়াল পোস্টার। এবার ছবি মুক্তি দিন এগিয়ে আসছে দর্শকদের মধ্যে। শোনা গিয়েছিল, চলতি বছরের ৬ মে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে একমাস আগেই আগামী ৮ মে ছবিটি মুক্তি পাচ্ছে।

কাউন্টডাউন শুরু। আর মাত্র একদিনের অপেক্ষা। আসছে মাসি-বোনঝি জুটি, সাথে ভালবাসা-ঝগড়া আর একটু খুনসুটি। এতক্ষণে সকলেই বুঝে হেছেন কাদের কথা বলা হচ্ছে। তিতলি ও মিনি আসতে চলেছে আগামী ৮ এপ্রিল।  দোলপূর্ণিমার পুণ্য তিথিতেই প্রকাশ্যে এসেছিল মৈনাক ভৌমিক পরিচালিত 'মিনি' ছবির অফিশিয়াল পোস্টার। যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল অফিসিয়াল পোস্টার। এবার ছবি মুক্তি দিন এগিয়ে আসছে দর্শকদের মধ্যে। শোনা গিয়েছিল, চলতি বছরের ৬ মে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে একমাস আগেই আগামী ৮ মে ছবিটি মুক্তি পাচ্ছে।

 সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জের 'স্মল টক আইডিয়াস'-এর ছাতার তলায় তৈরি হয়েছে মিনি। ছবিতে মিমি চক্রবর্তী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। মিমি চক্রবর্তী আসন্ন ছবি 'মিনি'র অফিসিয়াল পোস্টার শেয়ার হতেই মুক্তির দিন গুনছিলেন দর্শকরা।  আর মাত্র একদিনের অপেক্ষা। ৮ এপ্রিলই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত ছবি  'মিনি' । ওমিক্রন যখন চোখ রাঙাতে শুরু করেছিল ঠিক তার আগেই শেষ হয়েছিল ছবির শুটিং এবং পরবর্তী কাজ ও ডাবিং।

Latest Videos

আরও পড়ুন-কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন আলিয়া, বিয়ের আগে রূপের রহস্য ফাঁস হবু কনের

আরও পড়ুন-নীল ছবির অফার পাওয়া 'সেক্সবম্ব' উরফি কত কোটি টাকার মালিক জানেন? রইল ব্যাঙ্ক ব্যালেন্সের ডিটেলস

আরও পড়ুন-প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা কালীন শারীরিক নির্যাতন, করিশ্মার জবানিতে ফাঁস হল শিউরে ওঠা তথ্য

একাধিক বাংলা ছবি এখনও বাক্সবন্দী করোনা অতিমারির বাড়বাড়ন্তে। তবে চলতি বছরে বেশ কিছু মুক্তি পেতে চলেছে। অবশেষে দীর্ঘদিনের অবসান হতে চলেছে খুব শীঘ্রই।  করোনা যেভাবে চোখরাঙাচ্ছিল তাতে একাধিক ছবি মুক্তি পিছিয়ে গিয়েছিল। ২০২২ সালের ৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি 'মিনি'। দুই অসমবয়সী বন্ধুর গল্প বুনেছেন পরিচালক মৈনাক ভৌমিক। যদিও সম্পর্কে দুই বন্ধু হলেন মাসি ও বোনঝি মানে তিতলি ও মিনি। তাদের দুজনের মধ্যে একজন চায় অনেকটা লম্বা হতে আর অপরজন চায় অনেক বড় হতে। মিনি ও তিতলিকে কেন্দ্র করে ছবির গল্প। ছবিতে মিনির ভূমিকায় অভিনয় করবেন অয়না চট্টোপাধ্যায়। এবং তিতলির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ২০২১ সালে জিতের সঙ্গে 'বাজি' ছবি পর  'মিনি' ছবি দিয়ে বড়পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী।
ফিগার হোক কিংবা ফোটোশ্যুট   একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী । অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া ইনস্টাগ্রামে  অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক।  ইতিমধ্যেই যা ৩০ লক্ষে ছুঁতে চলেছে। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে চলে যান মিমি চক্রবর্তী । এবং ঘুরতে যাওয়ার প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি। 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন