নিজের অধিকারের লড়াই এখনও লড়তে হয় মিমিকে, নিজেই ফাঁস করলেন সাংসদ অভিনেত্রী

আন্তর্জাতিক নারী দিবস  (International Womens Day)উপলক্ষ্যে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বললেন তিনিও আর পাঁচজনের মতো নারী।  শুধু নারী নয়, অন্যান্যদের থেকে তিনি জনপ্রিয় ও পরিচিত অনেকটাই বেশি। তবে তারপরেও অন্যান্য নারীদের মতোই নিজের অধিকার ও স্বাধীন ইচ্ছের জন্য তাকেও লড়াই করতে হয়।   তিনি জানিয়েছেন, আমি জানি, সিঙ্গল মাদারকে আজও সমাজের কাছে জবাব দিতে হয়, বিয়ে না করেও কীভাবে তিনি সন্তানের মা হলেন, আর আমায় সকলে প্রশ্ন করে মিমি কবে বিয়ে করবে। নারী দিবসের দিন রীতিমতো আক্ষেপের সুর ফুটে উঠেছে মিমির (Mimi Chakraborty) গলায়।
 

গতকাল ৮ মার্চ সারা  বিশ্ব জুড়ে  আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day) দিনটি মহা সমারোহে পালন করা হয়। সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন।  মহিলাদের জন্য বিশেষ একটি  দিন হল নারী দিবস। তবে এই নারী দিবস একদিনের জন্য নয়, প্রতিটা দিনই নারী দিবস। একথা বহুবার প্রমাণ করে দিয়েছেন সাহসী নারীরা। এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী  (Mimi Chakraborty) তুলে  ধরলেন এমন কিছু দিকের কথা যা নিয়ে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন নারীরা।

আন্তর্জাতিক নারী দিবস  (International Womens Day)উপলক্ষ্যে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী  (Mimi Chakraborty)বললেন তিনিও আর পাঁচজনের মতো নারী।  শুধু নারী নয়, অন্যান্যদের থেকে তিনি জনপ্রিয় ও পরিচিত অনেকটাই বেশি। তবে তারপরেও অন্যান্য নারীদের মতোই নিজের অধিকার ও স্বাধীন ইচ্ছের জন্য তাকেও লড়াই করতে হয়।   তিনি জানিয়েছেন, আমি জানি, সিঙ্গল মাদারকে আজও সমাজের কাছে জবাব দিতে হয়, বিয়ে না করেও কীভাবে তিনি সন্তানের মা হলেন, আর আমায় সকলে প্রশ্ন করে মিমি কবে বিয়ে করবে। নারী দিবসের দিন রীতিমতো আক্ষেপের সুর ফুটে উঠেছে মিমির গলায়।

Latest Videos

 

 

আরও পড়ুন-শরীরে নেই পোশাক, শার্টলেস ছবি পোস্ট করে মালাইকাকে কিসের ইঙ্গিত দিলেন অর্জুন কাপুর

আরও পড়ুন-টু-পিস বিকিনিতে উন্মুক্ত বিভাজিকা, ফ্ল্যাট অ্যাবসে মুহূর্তে ঝড় তুললেন লাস্যময়ী দিশা

আরও পড়ুন-রূপের ছটা ঠিকরে বেরোচ্ছে, লেহেঙ্গা চোলিতে কোমরের ভাঁজে ঘুম কাড়লেন মনামী

 

মিমি আরও জানিয়েছেন, তার দীর্ঘদিনের পরিশ্রম, প্রতিভার জেরে জীবনে অনেক কিছু করার চেষ্টাও করেছেন তিনি। তারপরও যেন সমাজে সংসারে তার ভূমিকা বিয়ে  এবং সন্তানের মধ্যেই আবদ্ধ। তবে সামাজিক প্রতিষ্ঠানের প্রতি তার কোনও অশ্রদ্ধা নেই কিন্তু দিনের শেষে তার জীবন তো তারই। নিজের লড়াই নিজেকেই লড়তে হচ্ছে প্রতি মুহূর্তে। যেমন আজও কোন মেয়ে নাইট শিফটে কাজ করলে বাঁকা চোখে সমাজ তার দিকে তাকায়। গায়ের রং নিয়ে সমস্যা তো লেগেই রয়েছে। তাই আজও সমাজ পাল্টায়নি, আজও সমাজে কুসংস্কারাচ্ছন্ন। বরং সমাজে ও সংসারে নারীর প্রয়োজনীয়তা যেদিন সকলে বুঝবে সেদিনই নারী দিবস সার্থক হবে।  টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একদিকে যাদবপুরের সাংসদ অন্যদিকে টলি অভিনেত্রী। সাফল্য যেমন আছে তেমনই রয়েছে দায়িত্ব। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে চলে যান মিমি চক্রবর্তী । এবং ঘুরতে যাওয়ার প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি। ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ।  কেমন করে ছুটি কাটান, কোথায় কোথায় বেড়াতে যান, বেড়াতে গিয়ে কী কী খাবার খান, কেমন পোশাক পরেন, এসব কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি চক্রবর্তী। 

Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh