মৈনাক ভৌমিকের পরিচালিত বাংলা ছবি মিনি-র ট্রেলর লঞ্চ করেছে। মাসি ও বোনঝির অনবদ্য গল্পে অভিনয় করেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী এবং অয়ন্যা চট্টোপাধ্যায়।
মৈনাক ভৌমিকের পরিচালিত বাংলা ছবি মিনি-র ট্রেলর লঞ্চ করেছে। মাসি ও বোনঝির অনবদ্য গল্পে অভিনয় করেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী এবং অয়ন্যা চট্টোপাধ্যায়। মৈনাক ভৌমিক পরিচালিত 'মিনি' ছবি ৬ মে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। রাহুল ভঞ্জের 'স্মল টক আইডিয়াস'-এর প্রোডাকশন এবং অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর প্রথম প্রযোজিত এই ছবির পরিচালক মৈনাক ভৌমিক যে বহুদিন পর একটা অন্যস্বাদের ছবি নিয়ে আসতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলা ছবি মিনি-তে দুই অসমবয়সী বন্ধুর গল্প বুনেছেন ফিল্ম মেকার মৈনাক ভৌমিক। ছবিতে দুই বন্ধু সম্পর্কে হলেন মাসি এবং বোনঝি। অর্থাৎ তিতলি ও মিনি। তাঁদের দুজনের মধ্যে একজন অনেকটা লম্বা হতে চায়।আবার অপরজন অনেক বড় হতে চায় । মিনি এবং তিতলিকে কেন্দ্র করে এগিয়ে চলে ছবির গল্প। ছবিতে মিনির ভূমিকায় অভিনয় করবেন অয়ন্যা চট্টোপাধ্যায়। এবং তিতলির চরিত্রে অভিনয় করেন টলি অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। উল্লেখ্য, ২০২১ সালে জিতের সঙ্গে 'বাজি' ছবি পর 'মিনি' ছবি দিয়ে বড়পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী।এদিকে মডেলিং হোক বা ফটোশ্যুট একের পর এক বাডউন্ডারির বাইরে বল পাঠাচ্ছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী । মিমি চক্রবর্তী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়। শিশু শিল্পী হিসেবে কাজ করছেন অয়ন্যা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর আলিয়া জুটি বিয়ের মেনু জানলে অবাক হবেন
বাংলা ছবি মিনি ট্রেলর রিলিজের দিন মিমি চক্রবর্তী, অয়ন্যা চট্টোপাধ্যায় সহ পরিচালক মৈনাক ভৌমিক সহকারী পরিচালক সবাই ছবির সমস্ত কলাকুশলিরাই উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কোভিডের জ্বালায় মাঝে বাংলা ছবি সহ সারা দেশের ইন্ড্রাস্ট্রিই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ভাগ্য ভালো, ওমিক্রন যখন চোখ রাঙাতে শুরু করেছিল ঠিক তার আগেই শেষ হয়েছিল ছবির শুটিং, পরবর্তী কাজ এবং ডাবিং। মৈনাক ভৌমিক পরিচালিত 'মিনি' ছবি ৬ মে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দেখার অপেক্ষায় সবাই। তবে মৈনাক ভৌমিক নতুন প্রজন্মকে নিয়ে চিন্তা ভাবনা করে বেডরুম, আমরা-র মতো ছবি বানিয়েছেন। ছোট পর্দায় মাসি -বোনজি সম্পর্ক দেখা গেলেও, বস্তাপচা কনসেপ্ট থেকে বরাবরাই এগিয়ে মৈনাক ভৌমিক। তার ছবিতে আধুনিকতার সঙ্গে মন ছুয়ে যাওয়ার কিছু মুহূর্তে সব সময়ই থাকে। তা সে তিনি যাকেই ছবিতে নিন না কেন। তাই বলার অপেক্ষা রাখে না, এই ছবি বাংলা দর্শকদের ক্ষিদে মেটাবে।