ঋতুস্রাবের পাঠ-ক্যারাটে প্রশিক্ষণ, মিমির হাত ধরে এবার যাদবপুরে সুকন্যা

Published : Feb 28, 2020, 07:14 PM ISTUpdated : Mar 03, 2020, 11:24 AM IST
ঋতুস্রাবের পাঠ-ক্যারাটে প্রশিক্ষণ, মিমির হাত ধরে এবার যাদবপুরে সুকন্যা

সংক্ষিপ্ত

মিমির হাত ধরে যাদবপুরে সুকন্যা মেয়েদের সুরক্ষার নয়া পদক্ষেপ ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা আলোচনাসভায় উপস্থিত মিমি

অভিনয় জগতে পা রাখার পর থেকেই সকলের নজর কেড়েছিলেন মিমি চক্রবর্তী। বরাবরই তিনি তাঁর ভক্তদের প্রতি একটু বেশি দূর্বল। মানুষের কাছে গিয়ে কাজ করার ইচ্ছে ছিল তাঁর বরাবরই। সেই মর্মেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া। তবে সেলিব্রিটি বলে কেবল পর্দায় ওপারেই থাকা নয়। বাস্তবের মাটিতে নেমেই এলাকাবাসির হয়ে কাজ করছেন মিমি চক্রবর্তী। 

আরও পড়ুন-শরীরী উষ্ণতায় কাঁপছে নেটদুনিয়া, ৪৩-এও সুপারহট আমিশা

আরও পড়ুন-মধুচন্দ্রিমায় আন্নাকালী, বিয়ের পর উড়ে গেলেন ব্যাংকক-পাটায়া

লোকসভা নির্বাচনের প্রচারেই মিমি জানিয়ে ছিলেন তিনি সাধারণ মানুষের সেবা করতে চান। জয় লাভের পর সেই কথা অতীত হয়ে যায়নি। নিজের এলাকা নিয়ে তিনি কতটা সচেতন তার প্রমাণ মিলেছে বহুবার। সম্প্রতি আগুন দেখে ছুঁটে এসেছিলেন তিনি। স্থানীয় স্কুলে বসিয়েছেন স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন৷ এবার মিমির হাত ধরে এল মেয়েদের প্রশিক্ষণ সংগঠন সুকন্যা। সেখানেই মেয়েদের ক্যারাটে শিক্ষাও দেওয়া হবে। 

আরও পড়ুন-শরীরী বিহঙ্গে উপচে ভরা যৌবন, ইনস্টাগ্রামে আগুন লাগালেন মিষ্টি

সম্প্রতি এক আলোচনাসভার আয়োজন করেছিলেন মিমি চক্রবর্তী। সেখানেই উপস্থিত ছিল স্থানীয় ২৬ স্কুলের প্রতিনিধি। ঋতুস্রাব নিয়ে সচেতনতা তৈরি করা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন শারীরীক সমস্যার কথা এদিন তুলে ধরলেন তিনি। আলোচনাসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের বিধায়ক মাননীয় জীবন মুখোপাধ্যায়, পুরমাতা সোনালী রায়। এবার সুকন্যার হাত ধরেই যাদবপুরে নিরাপদে পথ চলবে ছাত্রীরা। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে