শরীরী বিহঙ্গে উপচে ভরা যৌবন, ইনস্টাগ্রামে আগুন লাগালেন মিষ্টি
| Published : Feb 28 2020, 12:55 PM IST
শরীরী বিহঙ্গে উপচে ভরা যৌবন, ইনস্টাগ্রামে আগুন লাগালেন মিষ্টি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বাংলা বিনোদন জগতের পরিচিত নাম মিষ্টি দাস। তার শরীরী হিল্লোলে ঘুম উড়েছে বহু স্বপ্ন পুরুষদের।
210
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়েছেন মিষ্টি।
310
দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে মিষ্টির এই ছবিগুলি।
410
পিঠখোলা সাদা পোশাকে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মিষ্টি।
510
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী মিষ্টি।
610
যত দিন যাচ্ছে তত ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
710
মাঝেমধ্যেই শরীরী হিল্লোল তোলা ছবি পোস্ট করে তিনি লাইমলাইটে থাকেন।
810
গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে সবসময়েই হটকে পোজে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী।
910
পেট লাভার হিসেবেও যথেষ্ঠ পরিচিত রয়েছে মিষ্টির।
1010
কিছুদিন আগেও নিজের প্রিয় সারমেয়ওকে কোলে বসিয়ে দুগ্ধপান করানোয় ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী।