শালি-জামাই বাবু জিন্দাবাদ, মিমি-নিখিলের দুষ্টু মিষ্টি সম্পর্ক, নেপথ্যে নুসরত

Published : Nov 17, 2020, 03:24 PM ISTUpdated : Nov 17, 2020, 03:48 PM IST
শালি-জামাই বাবু জিন্দাবাদ, মিমি-নিখিলের দুষ্টু মিষ্টি সম্পর্ক, নেপথ্যে নুসরত

সংক্ষিপ্ত

প্রিয় বান্ধবীর বর মানেই জামাই বাবুর মতই সম্পর্ক তার চেয়েও বড় হল শালি জামাই বাবুর বন্ধুত্ব তেমনই বন্ধুত্বের মত সম্পর্ক মিমি চক্রূবর্তী এবং নুসরত জাহানের বর নিখিল জৈনের মধ্যে জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মিমি

প্রিয় বান্ধবীর বর মানেই জামাই বাবুর মতই সম্পর্ক। রক্তের সম্পর্ক না হলেও অনুভূতিটা তেমনই। তার চেয়েও বড় হল শালি ও জামাই বাবুর বন্ধুত্ব। এই বন্ধুত্বের মাঝেই থাকে দাদার মত স্নেহ, বন্ধুর মত খুনসুটি। তেমনই বন্ধুত্বের মত সম্পর্ক মিমি চক্রূবর্তী এবং নুসরত জাহানের বর নিখিল জৈনের মধ্যে। আজ নিখিলের জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় নিখিলকে ট্যাগ করে লিখেছেন, "শুভ জন্মদিন, জিজা।" ছবিটি তোলা নুসরত ও নিখিলের বিয়ের সময়। 

নুসরতের বিয়েতে তাঁর প্রিয় বান্ধবী থাকবে না এমনটা হয় না। মিমিই ছিলেন তাঁর ব্রাইডস মেইড। কনের সঙ্গে যে বান্ধবী কিংবা বোন সর্বদা পাশে থাকে, তেমনভাবেই নুসরতের পাশে তাঁর জীবনের সবচেয়ে বিশেষ দিনে ছিলেন মিমি। নুসরতের সঙ্গে নিখিলের সম্পর্ক নিয়ে নুসরত বহুদিন রাখঢাক রেখেছিলেন। বেস্ট হওয়ার দায়িত্ব পালন করে মিমিও সংবাদমাধ্যমের সামনে কোনও কথা প্রকাশ করেননি। 

আরও পড়ুনঃWhite beauty মধুমিতা, কোমরের ভাঁজে নেটদুনিয়ার হটকেক 'পাখি কুমারী'

পরবর্তীকালে তাঁদের বিয়ের খবর খানিক সারপ্রাইজের মত পায় সকলে। মিমিকে নুসরতের বিয়ের সময় এই হলুদ লেহেঙ্গায় দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ই নিখিলের সঙ্গে কথাবার্তায় মজেছিলেন মিমি। সেই সময় তোলা হয়েছে এই ক্যানডিড শট। এতদিন এই ছবি পোস্ট করার মত সঠিক অকেশন পাননি মিমি। নিখিলের জন্মদিনে সেই ছবি পোস্ট করে চমক দিলেন সাংসদ অভিনেত্রী। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা