লকডাউনেই মোনালিসার দুবাই ভ্রমণ, বিক্রান্তের সঙঅগে ছবি শেয়ার করে তাপমাত্রা চড়ালেন 'ঝুমা বউদি'

Published : May 16, 2020, 11:56 PM ISTUpdated : May 17, 2020, 01:22 AM IST
লকডাউনেই মোনালিসার দুবাই ভ্রমণ, বিক্রান্তের সঙঅগে ছবি শেয়ার করে তাপমাত্রা চড়ালেন 'ঝুমা বউদি'

সংক্ষিপ্ত

লকডাউনে তাপমাত্রা চড়ালেন মোনালিসা। এবার আর একা নয়, সঙ্গে রয়েছেন বিক্রান্ত।  থ্রোব্যাকে হটনেস ছড়ালেন মোনালিসা।

লকডাউনে মোনালিসার বিদেশ ভ্রমণ। ঘুরতে যাওয়ার থ্রোব্যাক ছবি পোস্ট করলেন মোনালিসা। ঝুমাদির বিদেশভ্রমণের পুরনো ছবি দেখে ইতিমধ্যেই ঠাকুরপোর বুকের ধুকপুকুনি বেড়ে গিয়েছে। এবার অবশ্য তিনি একা নন, সঙ্গে রয়েছেন স্বামী বিক্রান্তও। তাঁর সঙ্গে দুবাই ভ্রমণের পুরনো ছবি শেয়ার করলেন মোনালিসা। 

আরও পড়ুনঃআমির খানের সঙ্গে তেরো বছরের দীপিকা, ভাইরাল ছবির পিছনে লুকিয়ে মজার কাহিনি

প্রায় নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের বিনোদনের জোগান দিচ্ছেন। গান করা, নাচ করা, কেউ  আবার টিকটক করছেন। এছাড়াও রান্না করা, ভিডিও কলের ছবি পোস্ট করা। পাশপাশি রয়েছে ওয়ার্ক আউটের ভিডিও করে পোস্ট। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। 

আরও পড়ুনঃলকডাউনেও নেটদুনিয়ায় আগুন ধরালেন কৌশানি, বোল্ড ছবি শেয়ার করে হটকেক অভিনেত্রী

সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে পচাশি হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার