হটনেসের সমস্ত সীমা ছাড়ালেন মনামী, ভিডিওতে পারদ চড়ালেন অভিনেত্রী

Published : Sep 28, 2020, 11:33 PM ISTUpdated : Sep 29, 2020, 03:25 AM IST
হটনেসের সমস্ত সীমা ছাড়ালেন মনামী, ভিডিওতে পারদ চড়ালেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

অন্তর্বাসের উপর পরে কেবল একটি ডেনিম শার্ট ভিন্ন অবতারে ধরা দিলেন মনামী ঘোষ ভিডিও দেখে কপালে হাত নেটবাসীর আগে কখনও দেখেছেন অভিনেত্রীকে এমন লুকে

নেভার সিন বিফোর অবতার ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়। নীল রঙের অন্তর্বাস। উপরে রয়েছে একটি ডেনিম শার্ট। মনামী ঘোষের এমনই এক অবতারে ধরা দিয়েছেন সম্প্রতি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের ঘাম ঝড়া শুরু। ছবি ভিডিওর জেরে তাঁকে এই লুকে দেখে চোখ কপালে উঠেছে ভক্তমহলের। আপাতত ব্রেকফ্রি মুডে রয়েছেন মনামী ঘোষ। দার্জিলিংয়ে ছুঁটে গিয়েছেন অভিনেত্রী। পাহাড়ি পরিবেশের মধ্যে শান্তি খুঁজছেন মনামী। যা শহর থেকে দূরে পাহাড়ের কোলে গিয়ে পেয়েছেন। 

আরও পড়ুনঃলাল পাড় সাদা শাড়িতে মোনালিসা, পুজোর আমেজ এনে নায়িকা এখন 'বং ক্রাস'

প্রসঙ্গত, মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা। সে কথা স্বীকার করেছেন খোদ অভিনেত্রীও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রহস্যভেদও করেন। ঘুরতে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে ভিডিওটি করেছিলেন। ক্যাপশনে দিয়েছিলেন, "বয়স দিন দিন যদি কারও কমে তাহলে সেটা মনামী।" ট্র্যাভেলিংই হল মনামীর বয়স ধরে রাখার সিক্রেট। 

আরও পড়ুনঃ'মুহূর্তে গিয়েছি থেমে', খোলামেলা চোলিতে সাবেকিয়ানায় দর্শনা

আরও পড়ুনঃলো নেক গাউন থেকে মেসি হেয়ার, স্লো মোশনেই সকলের মন কাড়ছেন মধুমিতা

শহর ছেড়ে ছুঁটে গিয়েছেন পাহাড়ের কোলে। পাহাড়ে নেই কোনও মন খারাপ। যার জেরে সেখানেই গিয়েছেন তিনি। দার্জিলিংয়ের টি গার্ডেনে রয়েছেন তিনি। তবে কার সঙ্গে গিয়েছেন ঘুরতে সে বিষয় কিছুই খোলসা করেননি মনামী। সেখান থেকেই একের পর এক ছবি আপলোড করে চলেছেন মনামী। কখনও ম্যাগি খাওয়ার ছবি তো কখনও টি গার্ডেনে একান্তে বসে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আবার টয় ট্রেনের সামনে গিয়েও ফোটোশ্যুট অব্যাহত তাঁর।

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন