Monami Ghosh : 'সামি সামি' গানে ঝড় তুললেন মনামী, কোমরের ঠুমকায় শিহরণ নেটদুনিয়ায়

নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষও এবার 'সামি' ঝড়ে সামিল হলেন। সাউথ ইন্ডিয়ান 'পুষ্পা'  ছবির 'সামি' গানের তালে কোমর দোলায়নি এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা। মনামীও রয়েছেন সেই তালিকায়। এবার জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার গানের তালে নেচে ঝড় তুললেন মনামী ঘোষ।

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ (Monami Ghosh)  । নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষও এবার 'সামি'  (Sami) ঝড়ে সামিল হলেন। সাউথ ইন্ডিয়ান 'পুষ্পা'  (Pushpa) ছবির 'সামি' গানের তালে কোমর দোলায়নি এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা। মনামীও  (Monami Ghosh)  রয়েছেন সেই তালিকায়। এবার জনপ্রিয় দক্ষিণী অভিনে ত্রী রশ্মিকা মন্দানার গানের তালে নেচে ঝড় তুললেন মনামী ঘোষ।

দক্ষিণী ছবি 'পুষ্পা'র 'সামি' গানের তালে নেচে সকলের ঘুম কাড়লেন মনামী ঘোষ (Monami Ghosh) । মনামীর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে তা সকলেরই জানা। সেখানেই নিত্য নতুন ভিডিও আপলোড করেন অভিনেত্রী। এবার 'পুষ্পা'র 'সামি'র তালে নেচে ভাইরাল হলেন টলি নায়িকা। হলুদ শাড়ি, লাল ব্লাউজে দক্ষিণী কায়দায় নেচে পাগল করে দিয়েছেন ভক্তদের। হাতে চুড়ি, মাথায় বিনুনি, ঠোঁটের লাল লিপস্টিকে লাস্যময়ীকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। বঙ্গনারীর বেশ সামি স্টাইলে সকলকে মুগ্ধ করেছেন মনামী ঘোষ।

Latest Videos

 

 

আরও পড়ুন-Nusrat-Yash: যশের 'ডোমেস্টিক পার্টনার' নুসরত, এমন শব্দ শুনেই রেগে আগুন সাংসদ অভিনেত্রী

আরও পড়ুন-Priyanka Chopra: একরত্তি মেয়ের জন্যই কি ১৫০ কোটির বাংলো কিনেছেন নিক-প্রিয়ঙ্কা, জোর চর্চা নেটদুনিয়ায়

আরও পড়ুন-Malaika Arora : উন্মুক্ত ডিপ নেক ক্লিভেজ, পাথরের গয়নায় বক্ষ-বিভাজিকা ঢাকলেন মালাইকা আরোরা

 

মনামীর 'সামি' ডান্স দেখে পাগল হয়েছেন সমস্ত অনুরাগীরা। লাইক ও কমেন্টের সংখ্যাও হু হু করে বাড়ছে।  রেড হট লুকে লেডি কিলার মনামীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। অভিনেত্রীর সেক্সি অ্যাটায়ারে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ইনস্টা ট্রেন্ডে গা ভাসিয়ে ভিডিও পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। কমেন্টে নেটিজেনরা কেউ  বলেছেন, 'তুমি অপরূপা মনামী'। কেউ আবার নিজের মুখের  ভাষা হারিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই মনামীর এই ডান্স ভিডিও আড়াই লক্ষ মানুষ দেখে ফেলেছে। ফ্যাশন স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। মনামী ঘোষকে (Monami Ghosh) নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। কখনও কোমরের কার্ভস তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা। মারকাটারি চাবুক  ফিগারে ফ্যাশন বোদ্ধাদের নজরে থাকেন অভিনেত্রী। এত প্রাণবন্ত, প্রাণখোলা মনের মানুষ যার হাসিতেই নতুন করে প্রেমে পড়বেন আপনিও।  টলিপাড়ার প্রথমসারির ফ্যাশনিস্তা অভিনেত্রীদের মধ্যে মনামী ঘোষ  (Monami Ghosh) রয়েছে সবার প্রথমে। বরাবরই হটকে স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়েন অভিনেত্রী। বরং এমন এমন স্টাইল স্টেটমেন্ট তিনি ক্যারি করেন যা দেখে থ হয়ে যান ফ্যাশন বোদ্ধারাও।  
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন