শরীরী আবেদনে খুশির খবর পাড়লেন মনামী, ব্যাকলেস ব্লাউজে মোহময়ী অভিনেত্রী

  • খুশির খবর মনামী ঘোষের জীবনে
  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আনন্দে ভরল তাঁর জীবন
  • হট ভিডিও বার্তার মাধ্যমেই পাড়লেন সেই খবর
  • ভিডিওতে ভাইরাল টলি অভিনেত্রী

মনামী ঘোষের জনপ্রিয়তায় এবার হার মানবে বলিউড এবং হিন্দি টেলি জগতের অভিনেত্রীরাও। যা একাধিক নায়িকাদের ক্ষেত্রেই সম্ভব হয় না তাই করে দেখালেন মনামী। এক মিলিয়ন ফোলোয়ার্স। সেই খুশির খবর পাড়লেন অভিনব কায়দায়। 'আজ জানে কি জিদ না কারো' গানের মাধ্যমে ব্যাকলেস ব্লাউজে হট ভিডিও পোস্ট করে নিজের ফোলোয়ারদের ধন্যবাদ জানালেন মানমী। প্রসঙ্গত, টেলি ও টলি নায়িকাদের একজোট হতেই সম্প্রতি মুক্তি পেয়েছে 'দুগ্গা এল'। প্রিয়ঙ্কা সরকারকে দিয়েই শুরু হয়েছে এই গান। 

একজন ফোটোগ্রাফারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে এই গানে। একে একে প্রত্যেক মহিলা চরিত্রের সঙ্গে কোনও না কোনও ভাবে দেখা হবে প্রিয়ঙ্কার। সাধারণ মহিলাদের মধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে দুর্গা মা-র এক একটি রূপ। গানটি গেয়েছেন আকৃতি কক্কর, দেবাঞ্জলি বি যোশি। কম্পোজ করেছেন অজয় সিনহা। 'দুগ্গা এল'-এ প্রিয়ঙ্কার পাশাপাশি দেখা গিয়েছে মনামী ঘোষ, সন্দিপ্তা সেন, তৃণা সাহা, অদ্রিজা রায়, স্বস্তিকা দত্ত, রোশনি ভট্টাচার্য, অন্তশীলা ঘোষ, বিবৃতি চট্টোপাধ্যায় এবং ঋত্বিকা সেনকে। এক একরকম চরিত্রে, বিভিন্ন ধরণের সাজে ধরা দিয়েছেন এই ছোট ও বড়পর্দার অভিনেত্রীরা। 

Latest Videos

আরও পড়ুনঃসত্যি কি সিনেপর্দায় ধরা দিতে চলেছেন মধুমিতা-যশ, ভক্তমহলে উত্তেজনার অন্ত নেই

আরও পড়ুনঃদুর্গা রূপে 'মোহর', সোনামণি সাহার অন্নপূর্ণা অবতার মুগ্ধ করল ভক্তদের

গানের মধ্যে দিয়েই প্রতিটি চরিত্রের ভিতর থেকে ফুটে উঠেছে বিভিন্ন বৈশিষ্ট্য। কখনও মনামীকে নাচতে দেখা গেল, তো কখনও বিবৃতিকে ট্যাক্সির উপর আঁকতে। কুমোড়টুলিতে স্বস্তিকা ঠাকুর গড়াকেই স্কেচে পরিবর্তিত করলেন। রাস্তায় এক রিকসাচালকের সঙ্গে সেলফি তুলে খুশির মুহূর্ত ভাগ করে নিলেন ঋত্বিকা এবং রোশনি। ফুলের বাজারে এক মহিলাকে মাথায় ঝুড়ি তুলতে সাহায্য করলেন তৃণা। বয়স্কদের সঙ্ঘে ধুনুচি নাচে পা মেলালেন সন্দিপ্তা। সবশেষে অন্তশীলা এবং অদ্রিজাকে উত্তর কলকাতার রাস্তায় গিটার বাজিয়ে গান গাইলেন। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari